আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের রাজ্যগুলোতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। একদিনেই ছয় হাজার ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত বছরের সেপ্টেম্বরের পর এক দিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। মার্চের শেষ দিক থেকে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে। যা আগের দিনের তুলনা ১৩ শতাংশ বেশি।
দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৩০৩ জনে। এদিন করোনায় প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো পাঁচ লাখ ৩০ হাজার ৯৪৩ জনের।
শুক্রবার (৭ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৩৪ জনকে টিকা দেওয়া হয়েছে। ২০২১ সালের ১৬ জানুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত মোট ২২০ কোটি ৬৬ লাখ ২০ হাজার ৭০০ করোনার টিকা দেওয়া হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, করোনা সংক্রমণের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে তা মোকাবিলা করতে প্রস্তুত তারা। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এনডিটিভিকে বলেছেন, আইসিইউ শয্যা, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য জটিল প্রয়োজনের ক্ষেত্রে রোগীদের যত্নের ব্যবস্থা ইতোমধ্যেই করা হয়েছে।