Dhaka শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

মঙ্গলবার (২৩ মে) সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মারে। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও ও ছবিতে যানবাহন দুটিকে দুমড়েমুচড়ে যেতে দেখা গেছে। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বাস ও ট্রাক দুটোই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গতিতে চলছিল। ট্রাকটি প্রাথমিকভাবে একটি লজিস্টিকস কম্পানির বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি। সূত্র : এনডিটিভি।

আবহাওয়া

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৭

প্রকাশের সময় : ১২:৩৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন।

মঙ্গলবার (২৩ মে) সকালে মহারাষ্ট্রের বুলধানা জেলায় এ দুর্ঘটনা ঘটে।

বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মারে। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভিডিও ও ছবিতে যানবাহন দুটিকে দুমড়েমুচড়ে যেতে দেখা গেছে। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বাস ও ট্রাক দুটোই স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গতিতে চলছিল। ট্রাকটি প্রাথমিকভাবে একটি লজিস্টিকস কম্পানির বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ ও হতাহতদের পরিচয় জানা যায়নি। সূত্র : এনডিটিভি।