Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ‘বাংলাদেশি’ তরুণী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : 

অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতের আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে, ওই তরুণী বাংলাদেশি। তার কাছ থেকে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়েল নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে।

তদন্তে আরও জানা যায় সেখানকার এক স্থানীয় ব্যক্তি রিয়া এবং তার তিন সহযোগীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন। যেন তিনি ভারতে থাকতে পারেন। হিললাইন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বাংলাদেশি অভিনেত্রী রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রিয়াকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার মা এক ভারতীয়কে বিয়ে করেছেন যেন তারা সেখানে থাকতে পারেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতে ‘বাংলাদেশি’ তরুণী গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৫৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতের আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছে, ওই তরুণী বাংলাদেশি। তার কাছ থেকে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের কাছে গোপন খবর আসে মুম্বাইয়েল নাভালি এ-র অম্বরনাথে একটি বাংলাদেশি পরিবার জাল কাগজপত্র ব্যবহার করে বসবাস করছে। এরপর এ নিয়ে তদন্ত শুরু হয়। এতে তাদের প্রতারণার বিষয়টি উঠে আসে।

তদন্তে আরও জানা যায় সেখানকার এক স্থানীয় ব্যক্তি রিয়া এবং তার তিন সহযোগীর জন্য ভুয়া কাগজপত্র তৈরি করেন। যেন তিনি ভারতে থাকতে পারেন। হিললাইন পুলিশ রিয়া এবং চারজনের বিরুদ্ধে দুটি ধারায় মামলা করেছে। এসবের সঙ্গে জড়িত সবাইকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, বাংলাদেশি অভিনেত্রী রিয়া বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। এরমধ্যে ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার প্রোডাকশনেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, রিয়াকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি তার মায়ের সঙ্গে থাকতেন। তার মা এক ভারতীয়কে বিয়ে করেছেন যেন তারা সেখানে থাকতে পারেন।