করোনার সাথে যুদ্ধ করে মারা গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
সোমবার (৩১ আগস্ট নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মস্তিষ্কের অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে কোমায় ছিলেন তিনি।
এক টুইট বার্তায় প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় এই খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : আন্ডারগ্রাউন্ডটা কী জিনিস কাজী জাফর থেকে শিখলাম : ড. ইউনূস
গত ১০ আগস্ট থেকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। হাসপাতালে ভর্তির পর পরই তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বের করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা।
এরপরই গভীর কোমায় চলে যান সাবেক রাষ্ট্রপতি। তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণও ধরা পড়েছিল। সে কথা তিনি নিজেই টুইট করে জানিয়েছিলেন ।
২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়। গত বছর আগস্ট মাসে তাকে সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারত রত্নে ভূষিত করা হয়।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
																			
										
																যোগাযোগ ডেস্ক								 























