Dhaka সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের মধ্যপ্রদেশে দেয়াল ধসে ৯ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের মধ্যপ্রদেশে দেয়াল ধসের এক ঘটনায় নয় শিশু নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার (৪ আগস্ট) সকালে সাগর জেলার শাহপুরের হরদৌল বাবা মন্দিরের কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, নির্মীয়মাণ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ওই সময় মন্দির লাগোয়া একটি বাড়ির দেয়াল আচমকা ভেঙে পড়ে মন্দিরের দিকে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে ভাঙা দেয়ালের নীচ থেকে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

প্রশাসন জানিয়েছে, বাড়িটির প্রায় ৫০ বছরের পুরনো ভবনটি প্রবল বর্ষণের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধারকাজ চালায়। হতাহত শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন জেলা কর্মকর্তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের জন্য শোক প্রকাশ করে এবং নিহত প্রত্যেক শিশুর পরিবারকে প্রাথমিকভাবে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে কিভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

এর আগের দিন শনিবার রাজ্যটির রেওয়া জেলায় দেয়াল ধসের আরেক ঘটনায় আরও চার শিশু নিহত হয়। ওই শিশুরা স্কুল থেকে ফেরার সময় পথে একটি দেয়াল তাদের ওপর ধসে পড়ে। নিহত শিশুদের সবার বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে।

যে বাড়ির দেয়াল ধসে পড়েছে সেটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

মধ্যপ্রদেশে কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই এসব ঘটনা ঘটেছে। চলতি বছর রাজ্যটিতে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এ সময় প্রায় ২০৬টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও ২৪০৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া

সরকার যখন চাইবে তখনই নির্বাচন, ইসি দায় নেবে না : সিইসি

ভারতের মধ্যপ্রদেশে দেয়াল ধসে ৯ শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের মধ্যপ্রদেশে দেয়াল ধসের এক ঘটনায় নয় শিশু নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় রবিবার (৪ আগস্ট) সকালে সাগর জেলার শাহপুরের হরদৌল বাবা মন্দিরের কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, নির্মীয়মাণ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। ওই সময় মন্দির লাগোয়া একটি বাড়ির দেয়াল আচমকা ভেঙে পড়ে মন্দিরের দিকে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে ভাঙা দেয়ালের নীচ থেকে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

প্রশাসন জানিয়েছে, বাড়িটির প্রায় ৫০ বছরের পুরনো ভবনটি প্রবল বর্ষণের মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।

ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুলিশ উদ্ধারকাজ চালায়। হতাহত শিশুদের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন জেলা কর্মকর্তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের জন্য শোক প্রকাশ করে এবং নিহত প্রত্যেক শিশুর পরিবারকে প্রাথমিকভাবে ৪ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে কিভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

এর আগের দিন শনিবার রাজ্যটির রেওয়া জেলায় দেয়াল ধসের আরেক ঘটনায় আরও চার শিশু নিহত হয়। ওই শিশুরা স্কুল থেকে ফেরার সময় পথে একটি দেয়াল তাদের ওপর ধসে পড়ে। নিহত শিশুদের সবার বয়স ৫ থেকে ৭ বছরের মধ্যে।

যে বাড়ির দেয়াল ধসে পড়েছে সেটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

মধ্যপ্রদেশে কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই এসব ঘটনা ঘটেছে। চলতি বছর রাজ্যটিতে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এ সময় প্রায় ২০৬টি বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত ও ২৪০৩টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।