Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বোলিং কোচ হলেন মরকেল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ১৮৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সেপ্টেম্বর থেকে তিনি ভারত দলের সঙ্গে কাজ শুরু করবেন।

বুধবার (১৪ আগস্ট) এমনটাই জানিয়েছেন বিসিসিআই’র সেক্রেটারি জয় শাহ।

ভারতীয় বোলিং কোচ পরেশ মামব্রের জায়গা নিচ্ছেন মরকেল। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রোটিয়া পেসারের মেয়াদ শুরু হবে। অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ভারতের হয়ে কাজ শুরু করবেন তিনি। আগামী সেপ্টেম্বরে দুই টেস্ট ও ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ।

মরকেলের সঙ্গে গম্ভীরের সম্পর্ক আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দিয়ে। গম্ভীর লক্ষ্ণৌর মেন্টর হিসেবে কাজ করার সময় দলটির বোলিং কোচ ছিলেন মরকেল। আইপিএলে কোচিং করানো ছড়াও সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৪ উইকেটের মালিক কাজ করেছন পাকিস্তানের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে।

পাকিস্তান বিশ্বকাপে বার্জে পারফরম্যান্স করলে নিজ থেকেই বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন মরকেল।

পরে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার পুরুষ দলের বোলিং কোচের ভূমিকায় ছিলেন। এর আগে নিউজিল্যান্ডের মেয়েদের সঙ্গে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজ করেছেন ৩৯ বছর বয়সী পেসার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ভারতের বোলিং কোচ হলেন মরকেল

প্রকাশের সময় : ০৬:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সেপ্টেম্বর থেকে তিনি ভারত দলের সঙ্গে কাজ শুরু করবেন।

বুধবার (১৪ আগস্ট) এমনটাই জানিয়েছেন বিসিসিআই’র সেক্রেটারি জয় শাহ।

ভারতীয় বোলিং কোচ পরেশ মামব্রের জায়গা নিচ্ছেন মরকেল। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রোটিয়া পেসারের মেয়াদ শুরু হবে। অর্থাৎ, বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ভারতের হয়ে কাজ শুরু করবেন তিনি। আগামী সেপ্টেম্বরে দুই টেস্ট ও ৩ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে যাবে বাংলাদেশ।

মরকেলের সঙ্গে গম্ভীরের সম্পর্ক আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দিয়ে। গম্ভীর লক্ষ্ণৌর মেন্টর হিসেবে কাজ করার সময় দলটির বোলিং কোচ ছিলেন মরকেল। আইপিএলে কোচিং করানো ছড়াও সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৪ উইকেটের মালিক কাজ করেছন পাকিস্তানের সঙ্গে ওয়ানডে বিশ্বকাপে।

পাকিস্তান বিশ্বকাপে বার্জে পারফরম্যান্স করলে নিজ থেকেই বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেন মরকেল।

পরে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার পুরুষ দলের বোলিং কোচের ভূমিকায় ছিলেন। এর আগে নিউজিল্যান্ডের মেয়েদের সঙ্গে ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও কাজ করেছেন ৩৯ বছর বয়সী পেসার।