Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মুখ খুললেন শাহবাজ শরীফ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ১৮৭ জন দেখেছেন

উপমহাদেশে শান্তি বজায় রাখতে নিজ দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে এক্ষেত্রে তিনি শর্ত জুড়ে দিয়েছেন।

তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তির সঙ্গে জাতিসংঘের রেজ্যলুশনের অধীনে এবং কাশ্মীরিদের ইচ্ছায় জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানের সম্পর্ক আছে । এটা বাদ দিয়ে শান্তি কোনো কাজে আসবে না।

দ্য নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি গ্রুপের সঙ্গে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেছেন। শাহবাজ শরীফ বলেন, যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ কোনো অপশন নয়, তাই ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা স্থায়ী শান্তি চাই।

তিনি আরও উল্লেখ করেন, নয়া দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে বাণিজ্য ও অর্থনীতি নিয়ে প্রতিযোগিতা থাকা উচিত এবং তাদের জনগণের অবস্থার উন্নতি নিয়েও প্রতিযোগিতা থাকা উচিত।

শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান কোনো আগ্রাসী দেশ নয়। তিনি বলেন, পাকিস্তানের আছে পারমাণবিক ‘সম্পদ’। প্রশিক্ষিত সেনাবাহিনী এর সুরক্ষা দেয়। তিনি বলেন, আমাদের সীমান্ত রক্ষার জন্য সেনাবাহিনীকে মোতায়েন করি। আগ্রাসনের জন্য নয়।

উল্লেখ্য, হার্ভার্ড ইউনিভার্সিটির ওই প্রতিনিধি দলে ছিলেন বিভিন্ন শ্রেণি বর্ণের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষাবিদ। তাদেরকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তান সমসাময়িক যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তিনি তা নিয়ে আন্তরিকতার সঙ্গে তাদের সঙ্গে কথা বলেছেন।

জাতীয় অর্থনীতি এবং আইএমএফের কর্মসূচি ইস্যুতে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশকের রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে ‘স্ট্রাকচারাল’ সমস্যা থেকে পাকিস্তানের অর্থনৈতিক সংকটের সৃষ্টি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

ভারতের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মুখ খুললেন শাহবাজ শরীফ

প্রকাশের সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

উপমহাদেশে শান্তি বজায় রাখতে নিজ দেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে এক্ষেত্রে তিনি শর্ত জুড়ে দিয়েছেন।

তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তির সঙ্গে জাতিসংঘের রেজ্যলুশনের অধীনে এবং কাশ্মীরিদের ইচ্ছায় জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধানের সম্পর্ক আছে । এটা বাদ দিয়ে শান্তি কোনো কাজে আসবে না।

দ্য নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে হার্ভার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একটি গ্রুপের সঙ্গে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেছেন। শাহবাজ শরীফ বলেন, যেহেতু দুই দেশের মধ্যে যুদ্ধ কোনো অপশন নয়, তাই ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা স্থায়ী শান্তি চাই।

তিনি আরও উল্লেখ করেন, নয়া দিল্লি এবং ইসলামাবাদের মধ্যে বাণিজ্য ও অর্থনীতি নিয়ে প্রতিযোগিতা থাকা উচিত এবং তাদের জনগণের অবস্থার উন্নতি নিয়েও প্রতিযোগিতা থাকা উচিত।

শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান কোনো আগ্রাসী দেশ নয়। তিনি বলেন, পাকিস্তানের আছে পারমাণবিক ‘সম্পদ’। প্রশিক্ষিত সেনাবাহিনী এর সুরক্ষা দেয়। তিনি বলেন, আমাদের সীমান্ত রক্ষার জন্য সেনাবাহিনীকে মোতায়েন করি। আগ্রাসনের জন্য নয়।

উল্লেখ্য, হার্ভার্ড ইউনিভার্সিটির ওই প্রতিনিধি দলে ছিলেন বিভিন্ন শ্রেণি বর্ণের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষাবিদ। তাদেরকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাকিস্তান সমসাময়িক যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তিনি তা নিয়ে আন্তরিকতার সঙ্গে তাদের সঙ্গে কথা বলেছেন।

জাতীয় অর্থনীতি এবং আইএমএফের কর্মসূচি ইস্যুতে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশকের রাজনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে ‘স্ট্রাকচারাল’ সমস্যা থেকে পাকিস্তানের অর্থনৈতিক সংকটের সৃষ্টি।