Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের পুলিশের ডিএসপি হলেন ক্রিকেটার সিরাজ

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • ২০২ জন দেখেছেন

ভারতের তেলেঙ্গানা রাজ্যের পুলিশের ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) হিসেবে দায়িত্ব বুঝে নিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই পদ উপহার দেয় রাজ্য সরকার।

শুক্রবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানা রাজ্যের ডিজিবি (ডিরেক্টর জেনারেল অব পুলিশ)-এর কাছে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করেন সিরাজ। এই রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন সিরাজ। এখান থেকেই আইপিএল ও জাতীয় দলে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছেন এই ডানহাতি পেসার। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে তেলেঙ্গানার একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি।

তেলেঙ্গানা রাজ্য পুলিশ জানিয়েছে, ভারতের ক্রিকেটে সিরাজের অনন্য অবদানের জন্যই তাকে ডিএসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্যের পেছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের অন্যতম সদস্য এই পেসার।

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় মাসখানেক আগে সিরাজ ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিনকে গ্রুপ-এক পজিশনে নিয়োগ দেয় তেলেঙ্গানা সরকার। তাদের বিশেষ এই সম্মানে ভূষিত করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির ঘোষণার পর।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

ভারতের পুলিশের ডিএসপি হলেন ক্রিকেটার সিরাজ

প্রকাশের সময় : ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

ভারতের তেলেঙ্গানা রাজ্যের পুলিশের ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ) হিসেবে দায়িত্ব বুঝে নিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই পদ উপহার দেয় রাজ্য সরকার।

শুক্রবার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানা রাজ্যের ডিজিবি (ডিরেক্টর জেনারেল অব পুলিশ)-এর কাছে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করেন সিরাজ। এই রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন সিরাজ। এখান থেকেই আইপিএল ও জাতীয় দলে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছেন এই ডানহাতি পেসার। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে তেলেঙ্গানার একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি।

তেলেঙ্গানা রাজ্য পুলিশ জানিয়েছে, ভারতের ক্রিকেটে সিরাজের অনন্য অবদানের জন্যই তাকে ডিএসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দুই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সাফল্যের পেছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ১৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের অন্যতম সদস্য এই পেসার।

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় মাসখানেক আগে সিরাজ ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিখাত জারিনকে গ্রুপ-এক পজিশনে নিয়োগ দেয় তেলেঙ্গানা সরকার। তাদের বিশেষ এই সম্মানে ভূষিত করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির ঘোষণার পর।