আন্তর্জাতিক ডেস্ক :
উচ্চমাত্রার ইথিলিন অক্সাইড শনাক্তের পর ভারতীয় দুই কোম্পানি এমডিএইচ এবং এভারেস্টের ফিস কারি মশলা আমদানি, বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালয়েশিয়া। এর আগে হংকং, সিঙ্গাপুর ও নেপালেও ভারতের এই দুই কোম্পানির মশলা নিষিদ্ধ করা হয়।
মঙ্গলবার (২৮ মে) মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কার্সিনোজেনিক প্রকৃতির কারণে সংস্থাটিকে বাজারে থাকা সব ফিস কারি মশলা তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ার ফুড সেফটি ইনফরমেশন সিস্টেমের (এফওএসআইএম) মাধ্যমে তথ্য পর্যালোচনা করে এভারেস্ট ফিশ কারি মশলা ব্র্যান্ডের মাত্র একটি আমদানির তথ্য পাওয়া গেছে।
বর্তমানে, মন্ত্রণালয় দেশে প্রবেশের সব পয়েন্টে আফলাটক্সিন, ভারি ধাতু এবং কীটনাশকের অবশিষ্টাংশ পর্যবেক্ষণ করছে। ২০১৯ সাল থেকে গত এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে, ৪৩টি নমুনা আইনি খাদ্য সুরক্ষার প্রয়োজনীয়তা পূরণ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভোক্তাদের নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন যেকোনো বিষয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক ও উদ্বিগ্ন।