Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বারবার ভারতেই আটকে যাচ্ছে বাংলাদেশ। চলমান এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের কাছে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের মেয়েদের। এবার পুরুষ ক্রিকেটেও একই প্রতিপক্ষের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ। বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত।

শুক্রবার (৬ অক্টোবর) জিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৯৬ রানে। যে রান তুলতে কোনো অসুবিধাই হয়নি ভারতের। মাত্র ৯.২ ওভারে জয় নিশ্চিত করে তারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নামা ভারতীয় ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই ০ রানে যশস্বী জয়সাওয়াল ফিলেও তা জয়ের পথে বাধা হয়নি তাদের। ৯৭ রানের জুটি গড়েই ফাইনাল নিশ্চিত করেন তিলক ভার্মা ও রিতুরাজ গায়কোড়।

রিপন মন্ডল, মৃত্যুঞ্জয়দের পিটিয়ে অর্ধশতক তুলে নেন তিলক ভার্মা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ বলে ৫৫ রানে। সমানে ২৬ বলে ৪০ রানে অপরাজিত থাকেন রিতুরাজ।

টস হেরে ব্যাট করতে নেমে অর্শ্বদীপ সিং, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, তিলক ভার্মা, রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদদের বোলিং আক্রমণের সামনে অসহায় ছিল বাংলাদেশ। উইকেট হারায় নিয়মিত।

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১০.৩ ওভারে ৪৫ রান তুলতেই হারায় ৫ উইকেট। মাহমুদুল হাসান জয় ৫, সাইফ হাসান ১, জাকির হাসান ০, পারভেজ হোসেন ইমন ২৩ ও শাহাদাত হোসেন ৫ রান করে আউট হন।

এরপর ৫৮ রানের মাথায় আফিফ হোসেন ধ্রুব (৭), ৬৫ রানের সময় মৃত্যুঞ্জয় চৌধুরী (৪), ৮১ রানের মাথায় রাকিবুল হাসান (১৪) ও ইনিংসের শেষ বলে ৯৬ রানের মাথায় গিয়ে আউট হন রিপন মন্ডল (০)।

শেষ পর্যন্ত জাকের আলীর ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে বাংলাদেশ ৯৬ রানের সংগ্রহ পায়। এই ব্যাটসম্যান ২৯ বলে ১ ছক্কায় সর্বোচ্চ অপরাজিত ২৪ রান করেন।

বল হাতে ভারতের সাই ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ওয়াশিংটন ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট। অর্শ্বদীপ ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ১টি উইকেট।

এছাড়া তিলক ভার্মা ২ ওভারে ৫ রান দিয়ে ১টি এবং শাহবাজ ২ ওভারে ১৩ রান দিয়ে নেন ১টি উইকেট। সবচেয়ে বেশি রান দেন বিষ্ণোই। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ১টি উইকেট।
শনিবার (৭ অক্টোবর) ফাইনালে ভারত খেলবে আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে জয়ী দলের বিপক্ষে। বাংলাদেশ খেলবে আরো একটি ম্যাচ, সেটি বোঞ্জ জয়ের আশায়। আগামীকাল তাদের প্রতিপক্ষ পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পরাজিত দল।

এর আগে এই ভারতের কাছে হেরেই স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ নারী দলের। তবে শেষ পর্যন্ত বোঞ্জ জিতে দেশে ফেরে নিগার সুলতানা জ্যোতিরা।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

প্রকাশের সময় : ১২:২৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বারবার ভারতেই আটকে যাচ্ছে বাংলাদেশ। চলমান এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের কাছে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের মেয়েদের। এবার পুরুষ ক্রিকেটেও একই প্রতিপক্ষের কাছে হেরে সোনার স্বপ্ন শেষ। বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত।

শুক্রবার (৬ অক্টোবর) জিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৯৬ রানে। যে রান তুলতে কোনো অসুবিধাই হয়নি ভারতের। মাত্র ৯.২ ওভারে জয় নিশ্চিত করে তারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নামা ভারতীয় ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই ০ রানে যশস্বী জয়সাওয়াল ফিলেও তা জয়ের পথে বাধা হয়নি তাদের। ৯৭ রানের জুটি গড়েই ফাইনাল নিশ্চিত করেন তিলক ভার্মা ও রিতুরাজ গায়কোড়।

রিপন মন্ডল, মৃত্যুঞ্জয়দের পিটিয়ে অর্ধশতক তুলে নেন তিলক ভার্মা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৬ বলে ৫৫ রানে। সমানে ২৬ বলে ৪০ রানে অপরাজিত থাকেন রিতুরাজ।

টস হেরে ব্যাট করতে নেমে অর্শ্বদীপ সিং, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, তিলক ভার্মা, রবি বিষ্ণোই ও শাহবাজ আহমেদদের বোলিং আক্রমণের সামনে অসহায় ছিল বাংলাদেশ। উইকেট হারায় নিয়মিত।

টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১০.৩ ওভারে ৪৫ রান তুলতেই হারায় ৫ উইকেট। মাহমুদুল হাসান জয় ৫, সাইফ হাসান ১, জাকির হাসান ০, পারভেজ হোসেন ইমন ২৩ ও শাহাদাত হোসেন ৫ রান করে আউট হন।

এরপর ৫৮ রানের মাথায় আফিফ হোসেন ধ্রুব (৭), ৬৫ রানের সময় মৃত্যুঞ্জয় চৌধুরী (৪), ৮১ রানের মাথায় রাকিবুল হাসান (১৪) ও ইনিংসের শেষ বলে ৯৬ রানের মাথায় গিয়ে আউট হন রিপন মন্ডল (০)।

শেষ পর্যন্ত জাকের আলীর ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ে বাংলাদেশ ৯৬ রানের সংগ্রহ পায়। এই ব্যাটসম্যান ২৯ বলে ১ ছক্কায় সর্বোচ্চ অপরাজিত ২৪ রান করেন।

বল হাতে ভারতের সাই ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। ওয়াশিংটন ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ২টি উইকেট। অর্শ্বদীপ ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ১টি উইকেট।

এছাড়া তিলক ভার্মা ২ ওভারে ৫ রান দিয়ে ১টি এবং শাহবাজ ২ ওভারে ১৩ রান দিয়ে নেন ১টি উইকেট। সবচেয়ে বেশি রান দেন বিষ্ণোই। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ১টি উইকেট।
শনিবার (৭ অক্টোবর) ফাইনালে ভারত খেলবে আজ দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে জয়ী দলের বিপক্ষে। বাংলাদেশ খেলবে আরো একটি ম্যাচ, সেটি বোঞ্জ জয়ের আশায়। আগামীকাল তাদের প্রতিপক্ষ পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পরাজিত দল।

এর আগে এই ভারতের কাছে হেরেই স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ নারী দলের। তবে শেষ পর্যন্ত বোঞ্জ জিতে দেশে ফেরে নিগার সুলতানা জ্যোতিরা।