Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন ক্রিকেটাররা, সিরিজে নিজেদের পরিকল্পনা জানালেন শান্ত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • ২০৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ক্রিকেটাররা। ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ক্রিকেটারদের বোনাসও দেওয়া হয়েছে। অবশ্য পাকিস্তান সিরিজের পর আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল।

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছে টিম টাইগার্স। কাপ্তান নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে যথেষ্ট সিরিয়াস। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দেশ ছাড়লেন ক্রিকেটাররা।

দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ক্রিকেটাররা। দলের সঙ্গে এদিন ১৫ ক্রিকেটার গিয়েছেন। এ ছাড়া ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।

এদিকে, দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানিয়েছেন এই সিরিজ নিয়ে তাদের পরিকল্পনার কথা।

তিনি বলেন, আমাদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভাল সিরিজ পার করার পর অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছেই। আমরা দুটা ম্যাচই জেতার জন্য খেলব। আমাদের লক্ষ্য থাকবে আমাদের কাজটা ঠিকমতো করা। যদি আমরা ঠিকমতো সব করতে পারি অবশ্যই ভাল রেজাল্ট সম্ভব। বাট ইট ইজ গোইং টু বি ভেরি চ্যালেঞ্জিং।

বোলারদের উপর বাড়তি ভরসা করছেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের স্পিন এবং পেস বোলিং ভালো অবস্থায় আছে। এখনো যদি ওই দলের (ভারত) সঙ্গে তুলনা করেন, তাহলে দেখা যাবে অভিজ্ঞতার দিক থেকে পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্পিনের দিক থেকে হয়তো কাছাকাছি। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে ওই (ভারত) দলকে আমি এগিয়ে রাখবো। আমাদের স্পিনারদের ভালো অভিজ্ঞতা আছে। যেকোনো কন্ডিশনে বল করার সক্ষমতা আছে।

র‌্যাংকিংয়ে স্বাগতিকরা এগিয়ে থাকলেও নিজেদের সেরাটা নিয়েই তাদের মাঠে নামছেন শান্তরা। দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও নজর রাখবেন টাইগার অধিনায়ক, ‘আমি ব্যাটার হিসেবে যেন দলে ভূমিকা রাখতে পারি এটা চাই। তার জন্য যেমন প্রিপারেশন নেওয়া প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি সর্বোচ্চ চেষ্টা করব দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি।

টেস্টে এখনো ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার কি সেই প্রথমের দেখা মিলবে? শান্ত সেই আশা করলেও তার কণ্ঠে সতর্কতার সুর, ‘আমি একটু আগে যেটা বললাম সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র‌্যাঙ্কিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচদিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে শেষ সেশনে গিয়ে হয়। পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে।’

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। যথাক্রমে চেন্নাই এবং কানপুরে হবে টেস্ট ম্যাচ দুটি। সাদা পোশাকের লড়াই শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদের মাটিতে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতের উদ্দেশে দেশ ছাড়লেন ক্রিকেটাররা, সিরিজে নিজেদের পরিকল্পনা জানালেন শান্ত

প্রকাশের সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই আছেন ক্রিকেটাররা। ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে ক্রিকেটারদের বোনাসও দেওয়া হয়েছে। অবশ্য পাকিস্তান সিরিজের পর আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল।

ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে রাওয়ালপিন্ডি থেকে দেশে ফেরার পর নিয়মিত অনুশীলন করেছে টিম টাইগার্স। কাপ্তান নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাসরা ভারত সিরিজ নিয়ে যথেষ্ট সিরিয়াস। ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দেশ ছাড়লেন ক্রিকেটাররা।

দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ক্রিকেটাররা। দলের সঙ্গে এদিন ১৫ ক্রিকেটার গিয়েছেন। এ ছাড়া ইংল্যান্ড থেকে ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।

এদিকে, দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে তিনি জানিয়েছেন এই সিরিজ নিয়ে তাদের পরিকল্পনার কথা।

তিনি বলেন, আমাদের জন্য এটা অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভাল সিরিজ পার করার পর অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছেই। আমরা দুটা ম্যাচই জেতার জন্য খেলব। আমাদের লক্ষ্য থাকবে আমাদের কাজটা ঠিকমতো করা। যদি আমরা ঠিকমতো সব করতে পারি অবশ্যই ভাল রেজাল্ট সম্ভব। বাট ইট ইজ গোইং টু বি ভেরি চ্যালেঞ্জিং।

বোলারদের উপর বাড়তি ভরসা করছেন শান্ত। তিনি বলেন, ‘আমাদের স্পিন এবং পেস বোলিং ভালো অবস্থায় আছে। এখনো যদি ওই দলের (ভারত) সঙ্গে তুলনা করেন, তাহলে দেখা যাবে অভিজ্ঞতার দিক থেকে পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্পিনের দিক থেকে হয়তো কাছাকাছি। কিন্তু অভিজ্ঞতার দিক থেকে ওই (ভারত) দলকে আমি এগিয়ে রাখবো। আমাদের স্পিনারদের ভালো অভিজ্ঞতা আছে। যেকোনো কন্ডিশনে বল করার সক্ষমতা আছে।

র‌্যাংকিংয়ে স্বাগতিকরা এগিয়ে থাকলেও নিজেদের সেরাটা নিয়েই তাদের মাঠে নামছেন শান্তরা। দলকে জেতানোর পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও নজর রাখবেন টাইগার অধিনায়ক, ‘আমি ব্যাটার হিসেবে যেন দলে ভূমিকা রাখতে পারি এটা চাই। তার জন্য যেমন প্রিপারেশন নেওয়া প্রয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি সর্বোচ্চ চেষ্টা করব দলকে যেন কন্ট্রিবিউট করতে পারি।

টেস্টে এখনো ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার কি সেই প্রথমের দেখা মিলবে? শান্ত সেই আশা করলেও তার কণ্ঠে সতর্কতার সুর, ‘আমি একটু আগে যেটা বললাম সিরিজ চ্যালেঞ্জিং হবে। যদি র‌্যাঙ্কিং দেখেন ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। সম্প্রতি আমরা ভালো খেলছি। ভালো সিরিজ পার করে এসেছি। আমাদের লক্ষ্য হবে কীভাবে পাঁচদিন ভালো খেলতে পারি। ফলটা শেষ দিনে শেষ সেশনে গিয়ে হয়। পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারলে লাস্ট সেশনে সুযোগ থাকে কোন দল জিতবে।’

সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। যথাক্রমে চেন্নাই এবং কানপুরে হবে টেস্ট ম্যাচ দুটি। সাদা পোশাকের লড়াই শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদের মাটিতে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।