আন্তর্জাতিক ডেস্ক :
ভারতে কেবিন ক্রুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক সুইডিশ নাগরিক। ফ্লাইটটি বৃহস্পতিবার (৩০ মার্চ) মুম্বাই বিমানবন্দরে অবতরণ করার পর এয়ারলাইন্স কর্মীরা ওই ব্যক্তিকে মুম্বাই পুলিশের কাছে তুলে দেন। ইন্ডিগো বিমানের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। বিমানটি ব্যাংকক থেকে মুম্বাইতে যাচ্ছিল। নিউজ এজেন্সি এএনআই এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
গ্রেফতার ব্যক্তির নাম ক্লাস এরিক হ্যারাল্ড জোনাস ওয়েস্টবার্গ। তার বয়স ৬৩ বছর।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ব্যাংকক থেকে ইন্ডিগোর একটি ফ্লাইটে প্রচুর মদ পান করেছিলেন ওয়েস্টবার্গ। মদ্যপ অবস্থায় এক পর্যায়ে তিনি ২৪ বছর বয়সী এক ক্রুকে যৌন হয়রানির চেষ্টা করেন। অবতরণের পর ফ্লাইটের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়।
অভিযোগে ঘটনাটি বর্ণনা করে কেবিন ক্রু বলেন, যখন তিনি জানতে পারেন যে ফ্লাইটে কোনও সামুদ্রিক খাবার নেই, তখন থেকেই সমস্যা শুরু হয়। পরে তাকে মুরগী পরিবেশন করা হয়। বিল দেওয়ায় সময় কার্ড সোয়াইপ করার অজুহাতে তিনি আমার হাত ধরেছিলেন। আমি পিছিয়ে গিয়ে তাকে কার্ডেদের পিন দিতে বললাম। এতে তিনি রেগে যান। সিট থেকে উঠে তিনি অন্য যাত্রীদের সামনে যৌন হয়রানি করেন।
তার আইনজীবী দাবি করেছেন, সে কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। অন্যের সাহায্য ছাড়া সে কিছুই করতে পারেন না। মূলত পজ মেশিনে অর্থ পরিশোধ করতে চাননি তিনি। এজন্য সে কেবিন ক্রুর হাত চেপে ধরেছেন। অন্য কোনো উদ্দেশ্য ছিল না। সূত্র: এনডিটিভি।