নিজস্ব প্রতিবেদক :
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের পর ছোট ভাই বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনো যে সাধারণ মানুষের আস্থা, তাতে প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি। আমার ভাই লতিফ সিদ্দিকীর জামিন তার প্রমাণ। আমি বিচার বিভাগকে ধন্যবাদ জানাই।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্ট জামিন দেওয়ার পর তার ভাই কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের হাইকোর্ট বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে ছয় মাসের জামিন দেন।
আদালতে পৃথক আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।
পরে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেন, আমার ৮৬ বছরের বড় ভাই। বয়স দেখানো হয়েছে ৭৫ বছর। আমরাই কিন্তু ৮০ বছর। মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো। স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো। বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো।
তিনি বলেন, বিচার বিভাগের প্রতি এখনো আমাদের সবার আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনো যে সাধারণ মানুষের আস্থা, তাতে প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি। এ মামলায় যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করবো সরকারের শুভবুদ্ধির উদয় হোক। তাদের ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক।
নিজস্ব প্রতিবেদক 























