ছবিটি রাশিয়ার কোনো এক শহরের। প্রচণ্ড বাতাসের কারণে কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত কাপড় উড়ছে। সাধারণত একটি বড় বিল্ডিংয়ে কাজ করলে সে বিল্ডিংটা চারপাশ কাপড় দিয়ে ঘেরা থাকে। প্রচণ্ড বাতাসের কারণেসেই কাপড়ই উড়ছে হয়তাে।
রাশিয়ার এই ছবিটা গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে। ধর্ষণের প্রতিবাদে দেশ যখন প্রতিবাদমুখর তখন এই ছবিকে ইঙ্গিত করে অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) অনাবিল সামান রহমান নামের এক তরুণ ছবিটি ফেসবুকে পোস্ট করেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘বিল্ডিংয়ের ওড়না উড়ছে কেন? এসব কারণেই এই বিল্ডিংয়ে চুরি হবে। এসব কারণেই অন্য বিল্ডিংয়েও চুরি হবে।’
আরও পড়ুন : চার ফুটেরও বেশি লম্বা পা নিয়ে গিনেস রেকর্ডে
তবে জনমনে প্রশ্ন, এ ছবি ভাইরাল কেন? ধর্ষণের বিভিন্ন ঘটনাকে এর নেপথ্য কারণ বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশে গত এক সপ্তাহে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে। বাদ যায়নি প্রতিবন্ধী কিংবা শিশুও। অধিকাংশ ক্ষেত্রেই দলবেঁধে ধর্ষণ করা হয়েছে এসব নারী ও শিশুকে। এ নিয়ে দেশের সাধারণ মানুষ-ছাত্র সমাজ প্রতিবাদ সমাবেশও করেছে।
প্রতিদিনই ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে অনেকে বিতর্কিত এবং আপত্তিকর মন্তব্যও করছেন। ধর্ষণের জন্য মেয়েদের ছোট পোশাককেও দায়ী মনে করেন কেউ কেউ। এছাড়া ‘ওড়না কই?’ এ ধরনের একটি উক্তিও বেশ পরিচিত!
তবে অনেকেই মনে করেন, পোশাক নয়, ধর্ষণের জন্য মূলত বিকৃত মানসিকতাই দায়ী। এ কারণেই কনস্ট্রাকশনে ব্যবহৃত ছাউনি ওড়ার ছবিটি ভাইরাল হয়েছে বলে মনে করেন অনেকেই।