Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ বন্যা প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট। বাঁধ খুলে দেয়ার আগে সতর্ক করলে ক্ষতি কম হতো। ভারত নিজেদের প্রয়োজনে বাংলাদেশকে ভাসাচ্ছে আবার ডুবাচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণের পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তারা (ভারত) তাদের বিপদের সময়ে পানি ছেড়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদের শুকিয়ে মারছে। এ জন্যই এটাই মানবসৃষ্ট।

জাহিদ হোসেন বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বিএনপি। ক্ষমতায় না থাকলেও জনগণের পাশে থাকার কমিটমেন্ট রক্ষায় বন্যার্তদের সহায়তা করে যাচ্ছে বিএনপি। সহায়তার সঠিক হিসাব রাখার পাশাপাশি জনগণের আমানত যথাযথ স্থানে পৌঁছাতে সচেতন রয়েছে জাতীয় ত্রান সংগ্রহ কমিটি।

তিনি বলেন, নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ নেই। ফেনীতে বন্যার সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাঁধ ছাড়ার ৫-৭ দিন আগে জানানোর প্রয়োজন নেই। আর গতকাল যখন ফারাক্কার ১০৯টি বাঁধ খুলে দিলো তখন তারা বলেছে, আমরা সুইস গেট খুলে দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা আগেই বলেছি, নদীর যে প্রাকৃতিক অবস্থা ও পানির যে গতিপথ; সেখানে ভারত কৃত্রিম বাঁধ তৈরি করে তাদের চাষাবাদের ব্যবস্থা করেছে। এ ব্যবস্থা করতে গিয়ে তাদের বিপদের সময় পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে। আর যখন আমাদের পানি দরকার তখন তা আটকে রেখে শুকিয়ে মারছে।

বাংলাদেশের বর্তমান বন্যা মানব সৃষ্ট দাবি করে বিএনপির এ নেতা বলেন, কিছু বৃষ্টি হয়েছে। কিন্তু এ বৃষ্টির কারণে স্বাভাবিক পানি বাড়ার চেয়ে প্রায় ১০ ফুট উঁচু হওয়ার কথা ছিল না। এই পানি কোথায় থেকে আসছে? এটা জোয়ার-ভাটার পানি নয়। হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এই পানি। এটা মানব সৃষ্ট।

ভারতের সঙ্গে পানি নিয়ে সৃষ্ট জটিলতা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, মনে রাখতে হবে যে আমাদের ফারাক্কা ইস্যুটি জাতিসংঘে উঠেছিল, তারপরই জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। পানি এমন সম্পদ, যেটি উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে। সেটা সবাই যথাযথ ভাগ পাবে। কিন্তু যখন সেটা দেবে না, তখন আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে।

এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভয়াবহ বন্যা প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট : ডা. জাহিদ

প্রকাশের সময় : ০৩:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট। বাঁধ খুলে দেয়ার আগে সতর্ক করলে ক্ষতি কম হতো। ভারত নিজেদের প্রয়োজনে বাংলাদেশকে ভাসাচ্ছে আবার ডুবাচ্ছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরণের লক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ সংগ্রহ কমিটির উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণের পর এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তারা (ভারত) তাদের বিপদের সময়ে পানি ছেড়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদের শুকিয়ে মারছে। এ জন্যই এটাই মানবসৃষ্ট।

জাহিদ হোসেন বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে যাবে বিএনপি। ক্ষমতায় না থাকলেও জনগণের পাশে থাকার কমিটমেন্ট রক্ষায় বন্যার্তদের সহায়তা করে যাচ্ছে বিএনপি। সহায়তার সঠিক হিসাব রাখার পাশাপাশি জনগণের আমানত যথাযথ স্থানে পৌঁছাতে সচেতন রয়েছে জাতীয় ত্রান সংগ্রহ কমিটি।

তিনি বলেন, নাচতে নেমে ঘোমটা দিয়ে লাভ নেই। ফেনীতে বন্যার সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাঁধ ছাড়ার ৫-৭ দিন আগে জানানোর প্রয়োজন নেই। আর গতকাল যখন ফারাক্কার ১০৯টি বাঁধ খুলে দিলো তখন তারা বলেছে, আমরা সুইস গেট খুলে দিয়েছি।

তিনি আরো বলেন, আমরা আগেই বলেছি, নদীর যে প্রাকৃতিক অবস্থা ও পানির যে গতিপথ; সেখানে ভারত কৃত্রিম বাঁধ তৈরি করে তাদের চাষাবাদের ব্যবস্থা করেছে। এ ব্যবস্থা করতে গিয়ে তাদের বিপদের সময় পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে। আর যখন আমাদের পানি দরকার তখন তা আটকে রেখে শুকিয়ে মারছে।

বাংলাদেশের বর্তমান বন্যা মানব সৃষ্ট দাবি করে বিএনপির এ নেতা বলেন, কিছু বৃষ্টি হয়েছে। কিন্তু এ বৃষ্টির কারণে স্বাভাবিক পানি বাড়ার চেয়ে প্রায় ১০ ফুট উঁচু হওয়ার কথা ছিল না। এই পানি কোথায় থেকে আসছে? এটা জোয়ার-ভাটার পানি নয়। হঠাৎ করে বাঁধ ছেড়ে দেওয়ার কারণে এই পানি। এটা মানব সৃষ্ট।

ভারতের সঙ্গে পানি নিয়ে সৃষ্ট জটিলতা ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যাওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, মনে রাখতে হবে যে আমাদের ফারাক্কা ইস্যুটি জাতিসংঘে উঠেছিল, তারপরই জিয়াউর রহমানের সময় চুক্তি হয়েছিল। পানি এমন সম্পদ, যেটি উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে। সেটা সবাই যথাযথ ভাগ পাবে। কিন্তু যখন সেটা দেবে না, তখন আন্তর্জাতিক পর্যায়ে যেতে হবে।

এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।