Dhaka বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৩০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার (১ জুন) মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

এ বিষয়ে বাপ্পী গণমাধ্যমকে জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

তিনি বলেন, ‘আমি এখনও ট্রমার মধ্যে আছি।’

ছবিতে দেখা যাচ্ছে, সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী। পাশেই পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বর্তমানে বাপ্পির হাতে এক হালিরও বেশি সিনেমার কাজ রয়েছে, যেগুলোর শুটিং নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘কুস্তিগীর’। তবে এটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে টেলিভিশন মাধ্যমে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা : সেরা নায়ক নিশো, সেরা নায়িকা পুতুল

ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পী

প্রকাশের সময় : ০৪:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বিনোদন ডেস্ক : 

ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রোববার (১ জুন) মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

এ বিষয়ে বাপ্পী গণমাধ্যমকে জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

তিনি বলেন, ‘আমি এখনও ট্রমার মধ্যে আছি।’

ছবিতে দেখা যাচ্ছে, সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী। পাশেই পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বর্তমানে বাপ্পির হাতে এক হালিরও বেশি সিনেমার কাজ রয়েছে, যেগুলোর শুটিং নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘কুস্তিগীর’। তবে এটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে টেলিভিশন মাধ্যমে।