বিনোদন ডেস্ক :
২০১৮ থেকে ২০২৫ সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পরে গোপনে বাগদান সেরে ফেলেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি।
তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা। এমনই খবর নেটদুনিয়ায়। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রাশমিকা মান্দানা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা বলেন,’ আমি এখনই আমার অনাগত সন্তানদের জন্য অতি রক্ষণশীল অনুভব করি। এমনকি তাদের জন্য আমি যেকোন যুদ্ধে যেতেও প্রস্তুত।’
রাশমিকা আরো বলেন, ’আমি তো মাও হইনি। তবে আমি অনুভব করি, আমার বাচ্চা হবে। এটা ভেবে এখনই আমার অসম্ভব আনন্দ হয়। যেই ছোট মানুষগুলো এখনও জন্মগ্রহণ করেনি তাদের জন্য ইতিমধ্যেই গভীর টান অনুভব করছি। আমি তাদের জন্য সবকিছু করতে চাই। আমি তাদের অনেক নিরাপদ এবং সুরক্ষিত রাখতে চাই। যদি আমাকে যুদ্ধে নামতে হয়, তাহলে তাদের জন্য যুদ্ধে যাওয়ার জন্য আমাকে যথেষ্ট ফিট থাকতে হবে। আমি ইতিমধ্যেই এসব জিনিসের জন্য প্রস্তুতি নিচ্ছি।’
রাশমিকা আরও জানিয়েছেন, তার জীবনের একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বর্তমানে কঠোর পরিশ্রম করার পাশাপাশি ত্রিশের বছরটি কাজ ও পরিবার ভারসাম্য করে কাটাতে চান।
তিনি বলেন, ‘সবসময়ই আমার মাথায় ছিল ২০ থেকে ৩০ এই সময়টা হলো মাথা নিচু করে শুধু কাজ করার সময়। কারণ সমাজ আমাদের মাথায় এটাই বসিয়ে দিয়েছে যে আমাদের জীবিকা অর্জন করতে হবে, নিজের অর্থনৈতিক ভিত্তি গড়তে হবে। আমি জানতাম, ৩০ থেকে ৪০ হবে কাজ আর জীবনের ভারসাম্যের সময়। আর সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব। চল্লিশের পরেরটা নিয়ে এখনো ভাবিনি।’
রাশমিকার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ২০১২ সালে জেতেন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব। এরপর ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক, আর সে সিনেমাই তাকে এনে দেয় দক্ষিণী ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’—প্রতিটি ছবিতেই দর্শকদের মন জয় করেছেন তিনি।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।
এদিকে রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ কমেনি একটুও। এ যুগল এখনো বলছেন ‘আমরা দুজন খুব ভালো বন্ধু।’ তবে ভক্তরা বিশ্বাস করতে চান এই গল্পের শেষটা বিয়েতেই গড়াবে। সময়ের অপেক্ষা।
বিনোদন ডেস্ক 
























