Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে নতুন চুক্তি ম্যানইউর

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে ব্রুনো ফের্নান্দেসের। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়েছেন পর্তুগালের তারকা মিডফিল্ডার।

অধিনায়কের সঙ্গে নতুন চুক্তি করার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইউনাইটেড। আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে সঙ্গে থাকবেন ফের্নান্দেস। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

আগের থেকেই ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিল ফের্নান্দেসের। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন তিনি। এবার আরও লম্বা হলো তাদের সম্পর্ক।

২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ইউনাইটেডে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ফের্নান্দেস। সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। এখন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নেতৃত্বভারও তার কাঁধে।

সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ৭৯ গোল করার পাশাপাশি ৬৭ গোলে করেছেন অ্যাসিস্ট। এখনও প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাননি। তবে লিগ কাপ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা আছে তার।

গত মৌসুমে লিগে অষ্টম হওয়া ইউনাইটেড শুক্রবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নতুন পথচলা।

চুক্তির পর ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইডে ফার্নান্দেজ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার আবেগের গভীরতা কেমন সেটা সবাই জানেন। এগিয়ে যেতে আমি সবসময় ইতিবাচক থাকতে পছন্দ করি। খুব ভালো লাগছে যে সামনের দিনগুলোতে আমি ক্লাবকে এগিয়ে যেতে সহায়তা করতে পারি।’

২০২৩ সালের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নেতৃত্ব হারান হ্যারি ম্যাগুইয়েরো। ইংলিশ ডিফেন্ডারকে সরিয়ে নেতৃত্বের জোয়াল ফার্নান্দেজের কাঁধে চাপিয়ে দেন ক্লাব প্রশাসন। এই দায়িত্ব পালন করতে পেরে খুশি পর্তুগিজ তারকা। ফার্নান্দেজ বলেছেন, ‘এই জার্সি পরার এবং এর দায়িত্ব সম্পর্কে আমি ভালোভাবেই জানি। আমি সবসময় এটার মান রাখতে চেষ্টা করব।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে নতুন চুক্তি ম্যানইউর

প্রকাশের সময় : ০৯:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পথচলা আরও দীর্ঘ হচ্ছে ব্রুনো ফের্নান্দেসের। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়েছেন পর্তুগালের তারকা মিডফিল্ডার।

অধিনায়কের সঙ্গে নতুন চুক্তি করার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইউনাইটেড। আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত দলটির সঙ্গে সঙ্গে থাকবেন ফের্নান্দেস। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

আগের থেকেই ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিল ফের্নান্দেসের। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন তিনি। এবার আরও লম্বা হলো তাদের সম্পর্ক।

২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ইউনাইটেডে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ফের্নান্দেস। সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। এখন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির নেতৃত্বভারও তার কাঁধে।

সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ৭৯ গোল করার পাশাপাশি ৬৭ গোলে করেছেন অ্যাসিস্ট। এখনও প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাননি। তবে লিগ কাপ ও এফএ কাপ জয়ের অভিজ্ঞতা আছে তার।

গত মৌসুমে লিগে অষ্টম হওয়া ইউনাইটেড শুক্রবার ফুলহ্যামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে নতুন পথচলা।

চুক্তির পর ম্যানচেস্টার ইউনাইটেডের অফিসিয়াল ওয়েবসাইডে ফার্নান্দেজ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার আবেগের গভীরতা কেমন সেটা সবাই জানেন। এগিয়ে যেতে আমি সবসময় ইতিবাচক থাকতে পছন্দ করি। খুব ভালো লাগছে যে সামনের দিনগুলোতে আমি ক্লাবকে এগিয়ে যেতে সহায়তা করতে পারি।’

২০২৩ সালের জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নেতৃত্ব হারান হ্যারি ম্যাগুইয়েরো। ইংলিশ ডিফেন্ডারকে সরিয়ে নেতৃত্বের জোয়াল ফার্নান্দেজের কাঁধে চাপিয়ে দেন ক্লাব প্রশাসন। এই দায়িত্ব পালন করতে পেরে খুশি পর্তুগিজ তারকা। ফার্নান্দেজ বলেছেন, ‘এই জার্সি পরার এবং এর দায়িত্ব সম্পর্কে আমি ভালোভাবেই জানি। আমি সবসময় এটার মান রাখতে চেষ্টা করব।’