খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ঘাটপাড়া থেকে গুগুড়াছড়ি সড়কের এ কে পাড়া এলাকার একটি সেতুর সংযোগ সড়কের ধারক দেয়াল ভেঙে পড়েছে। মাটি সরে গিয়ে সেতুটি এখন ভাঙনের মুখে। এতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও শিশু শিক্ষার্থীরা।
সত্তরের দশকে নির্মিত এই সেতুটি চলতি বর্ষার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংযোগ সড়কের মাটি ভেঙে যাওয়ায় সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। বর্তমানে এ সড়ক দিয়ে ৭-৮ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন। তারা বাঁশের সাঁকো ব্যবহার করলেও ছোট ছোট শিক্ষার্থীদের জন্য মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
এ কে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপরিচিতা চাকমা বলেন, আমাদের শিক্ষার্থীদের বেশিরভাগই ওই সেতুর অন্য পাশ থেকে আসে। প্রতিদিন তাদের ঝুঁকি নিয়ে পার হতে হয়। আমরা সবসময় আতঙ্কে থাকি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, অতীতে একাধিকবার মাটি সরে যাওয়ায় তারা নিজেরাই মাটি ভরাট করে কোনোমতে চলাচল করেছেন। তবে এবারের বর্ষণে সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় অবস্থা মারাত্মক হয়ে উঠেছে।
১নং খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা বলেন, ব্রিজটির বিষয়টি ৫-৬ মাস আগে এলজিইডিকে অবগত করেছি। সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। জনস্বার্থে দ্রুত নির্মাণের দাবি জানাই।
এ বিষয়ে খাগড়াছড়ি এলজিইডি নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা বলেন, গুগুড়াছড়ি থেকে সদরের রাস্তায় ব্রিজটি অনেক আগে থেকেই ক্ষতিগ্রস্ত। এপ্রোচ সড়কের রিটার্নিং ওয়াল ভেঙে গেছে। ২-৩ মাসের মধ্যে টেন্ডার হবে।