Dhaka শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাড়ির পাশের একটি ডোবায় পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো—তিশা (৯) ও আরিয়ান (৬)। তারা নবীনগর উপজেলার জামাল মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান জানান, তিশা ও আরিয়ান বাড়িতে খেলাধুলা করছিল। কিছু সময় পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে একটি ডোবায় প্রথমে এক শিশুর মরদেহ এবং কিছুক্ষণ পর আরেকজনের মরদেহ পাওয়া যায়। এরপর খোঁজ নিয়ে আরও একটি মরদেহ উদ্ধার হয়। পরে এলাকাবাসী দ্রুত দুই শিশুকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমি জেনেছি। তবে স্বজনরা এসে হাসপাতাল থেকে শিশু দুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাড়ির পাশের একটি ডোবায় পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুই শিশু হলো—তিশা (৯) ও আরিয়ান (৬)। তারা নবীনগর উপজেলার জামাল মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মফিজুর রহমান জানান, তিশা ও আরিয়ান বাড়িতে খেলাধুলা করছিল। কিছু সময় পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে একটি ডোবায় প্রথমে এক শিশুর মরদেহ এবং কিছুক্ষণ পর আরেকজনের মরদেহ পাওয়া যায়। এরপর খোঁজ নিয়ে আরও একটি মরদেহ উদ্ধার হয়। পরে এলাকাবাসী দ্রুত দুই শিশুকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, ঘটনার বিষয়টি আমি জেনেছি। তবে স্বজনরা এসে হাসপাতাল থেকে শিশু দুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছে।