Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাকে আগুন, বিকট শব্দে বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর বিরাসারে কুমিল্লা-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে তাতে আগুন ধরে যায়। এরপর একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়।

বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে শহরতলীর বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দেড় ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

তবে এতে আশপাশের ভবনে কারও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস বলেন, সিলিন্ডারবোঝাই ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ট্রাকটিতে কতগুরো সিলিন্ডার ছিল তার পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

মুবিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, কয়েকবছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়কের কাজ চলছে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার এলাকায় কিছুদিন পর পরই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডার বোঝাই করে যাচ্ছিল। এ সময় বিরাসার নির্মাণাধীন ফোরলেন সড়কের খানাখন্দে ট্রাকটি উল্টে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে থাকা গ্যাস সিলিন্ডারগুলোতে বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয় পাশে গাড়ি আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ভোর সাড়ে ৫টা থেকে গাড়ি চলাচল শুরু হয়।

মুক্তি মিয়া নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ যে এত ভয়াবহ হয় আগে জানতাম না। ঘটনার সময় সন্তানসহ খুবই আতঙ্কে ছিলাম।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠেছে। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ব্রাহ্মণবাড়িয়ায় সিলিন্ডারবাহী ট্রাকে আগুন, বিকট শব্দে বিস্ফোরণ

প্রকাশের সময় : ১২:৩১:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর বিরাসারে কুমিল্লা-সিলেট মহাসড়কে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক উল্টে তাতে আগুন ধরে যায়। এরপর একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হয়।

বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে শহরতলীর বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দেড় ঘণ্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

তবে এতে আশপাশের ভবনে কারও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস বলেন, সিলিন্ডারবোঝাই ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটিতে অনেক গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ট্রাকটিতে কতগুরো সিলিন্ডার ছিল তার পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

মুবিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, কয়েকবছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়কের কাজ চলছে। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার এলাকায় কিছুদিন পর পরই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডার বোঝাই করে যাচ্ছিল। এ সময় বিরাসার নির্মাণাধীন ফোরলেন সড়কের খানাখন্দে ট্রাকটি উল্টে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে থাকা গ্যাস সিলিন্ডারগুলোতে বিস্ফোরণ ঘটে।

তিনি বলেন, প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কুমিল্লা-সিলেট মহাসড়কের উভয় পাশে গাড়ি আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ভোর সাড়ে ৫টা থেকে গাড়ি চলাচল শুরু হয়।

মুক্তি মিয়া নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ যে এত ভয়াবহ হয় আগে জানতাম না। ঘটনার সময় সন্তানসহ খুবই আতঙ্কে ছিলাম।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে উপরের দিকে উঠেছে। সড়কের বেহাল অবস্থার কারণেই ট্রাকটি উল্টে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।