Dhaka বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১০ নবম শ্রেণীর শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। এর মধ্যে সাতজন শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি এবং সানজিদা আক্তার।

অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করেন, এরপর একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন শিক্ষার্থীদের দ্রুত জেলা সদর হাসপাতাল নিয়ে আসেন। কিছু অভিভাবক ধারণা করছেন, এটি জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: অনিক দেব বলেন, এটি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নয়, কারণ টিকা দেওয়া হয়েছিল প্রায় দু’সপ্তাহ আগে।

তিনি এটি পেনিক অ্যাটাক (আতঙ্কজনিত আক্রমণ) হিসেবে চিহ্নিত করেন এবং বলেন, এটির সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে ২-১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।

এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী

প্রকাশের সময় : ১০:২৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের ১০ নবম শ্রেণীর শিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। এর মধ্যে সাতজন শিক্ষার্থীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি এবং সানজিদা আক্তার।

অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করেন, এরপর একে একে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন শিক্ষার্থীদের দ্রুত জেলা সদর হাসপাতাল নিয়ে আসেন। কিছু অভিভাবক ধারণা করছেন, এটি জরায়ু ক্যান্সারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: অনিক দেব বলেন, এটি টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নয়, কারণ টিকা দেওয়া হয়েছিল প্রায় দু’সপ্তাহ আগে।

তিনি এটি পেনিক অ্যাটাক (আতঙ্কজনিত আক্রমণ) হিসেবে চিহ্নিত করেন এবং বলেন, এটির সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, তবে ২-১ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে যাবে।

এ ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অভিভাবকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।