Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলা মাধপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইসা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) এবং মাইক্রোবাসের চালক একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

আহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুর গ্রামের হাজী আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০), একই গ্রামের শহিদ মিয়ার ছেলে আব্দুল হামিদ মাসুদ (৬০), হাজী আব্দুল ছোবানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০), হাজী আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকার মিজান মিয়ার ছেলে তানভীর (১০)।

ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় বেপোরোয়া গতির কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাস এবং সিলেটগামী একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা এক শিশু ও এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি জানান, এই ত্রিমুখী সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া

সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

প্রকাশের সময় : ০১:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলা মাধপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইসা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) এবং মাইক্রোবাসের চালক একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।

আহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রামপুর গ্রামের হাজী আব্দুল কাদিরের স্ত্রী সাফিয়া বেগম (৬০), একই গ্রামের শহিদ মিয়ার ছেলে আব্দুল হামিদ মাসুদ (৬০), হাজী আব্দুল ছোবানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩০), হাজী আব্দুল কাদিরের ছেলে আবু হানিফ (৪০), মানিক মিয়ার স্ত্রী রুনা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধুন্তী এলাকার মিজান মিয়ার ছেলে তানভীর (১০)।

ঘটনা সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারঘড়িয়া এলাকায় বেপোরোয়া গতির কুমিল্লাগামী ড্রামভর্তি একটি ট্রাকের সাথে সিলেটগামী একটি মাইক্রোবাস এবং সিলেটগামী একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসে থাকা এক শিশু ও এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি জানান, এই ত্রিমুখী সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।