Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল ফুটবল প্রধানের দায়িত্বে ফিরলেন রদ্রিগেস

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আদালতের রায়ে এদনালদো রদ্রিজের অব্যাহতির পর নিষেধাজ্ঞার শঙ্কায় ছিল ব্রাজিল। তবে সেই শঙ্কা আপাতত কেটে গেছে। দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে রদ্রিগেজকে। এমন সিদ্ধান্ত জানিয়েছে ব্রাজিলের একটি আদালত।

গত ডিসেম্বরে রদ্রিগেজকে ব্রাজিলিয়ান ফেডারেশনের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আদালত যে রায় দিয়েছিল সেটা স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার নতুন করে দেওয়া রায় অবশ্য প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। অন্য দশ বিচারক প্রাথমিক রায় বিচার বিশ্লেষণ করে চূড়ান্ত রায় দিবেন। সেটার দিনক্ষণ অবশ্য চূড়ান্ত হয়নি।

রদ্রিগেসের পুনর্বহালের আদেশ দিয়ে বিচারক গিলমার মেন্দেস রায়ে লিখেছেন, ‘আমি রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায়ের প্রভাবকে স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।’ অস্থায়ী আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে ব্রাজিলের সর্বোচ্চ আদালতের অন্য ১০ বিচারক মেন্দেসের রায় বিশ্লেষণ করে চূড়ান্ত রায় দেবেন। সেটির দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে চলতি বছরের জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক। তাই তড়িঘড়ি করেই পদে ফেরানো হয়েছে ব্রাজিলের ফুটবল প্রধানকে। ঝুঁকির কথা জানিয়ে বিবৃতিতে মেন্দেজ বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে ৫ জানুয়ারির মধ্যেই মধ্যে খেলোয়াড়দের নাম জমা করতে হবে।’

২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনিরোর কাউন্সিলদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন, সেটি বৈধ ছিল না। ক্ষমতার বাইরে গিয়ে করা হয়েছিল এই চুক্তি। যেকারণে আদালত রদ্রিগেজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল।

২০১৭ সালে ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করেই নির্বাচনী বিধিমালা পরিবর্তন করে সিবিএফ। তাতে ভোটের শক্তি কমে যায়। সেই নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতির দায়িত্ব নেন রোজেরিও কাবোকলো। ২০২১ সালে যৌন হয়রানির দায়ে পদত্যাগ করেন তিনি। এরপর অন্তর্র্বতীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন এদনালদো রদ্রিগেজ।

এরপরের বছর তাকে স্থায়ী সভাপতি হিসেবে ২০২৬ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। কাতার বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোচ নেই ব্রাজিলের। কার্লো আনচেলোত্তিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে তার সঙ্গে যোগাযোগ করছিলেন এই রদ্রিগেজ। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে আরো দুই বছরের চুক্তি বাড়ানোয় আনচেলোত্তিকে পাওয়ার আর কোন সুযোগ নেই। আবারো ফেডারেশন প্রধানের দায়িত্বে রদ্রিগেজ ফেরায় এখন স্থায়ী কোচের খোঁজে নামবে কিনা সেটাই দেখার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রাজিল ফুটবল প্রধানের দায়িত্বে ফিরলেন রদ্রিগেস

প্রকাশের সময় : ০৯:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আদালতের রায়ে এদনালদো রদ্রিজের অব্যাহতির পর নিষেধাজ্ঞার শঙ্কায় ছিল ব্রাজিল। তবে সেই শঙ্কা আপাতত কেটে গেছে। দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে রদ্রিগেজকে। এমন সিদ্ধান্ত জানিয়েছে ব্রাজিলের একটি আদালত।

গত ডিসেম্বরে রদ্রিগেজকে ব্রাজিলিয়ান ফেডারেশনের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আদালত যে রায় দিয়েছিল সেটা স্থগিত হয়ে গেছে। বৃহস্পতিবার নতুন করে দেওয়া রায় অবশ্য প্রাথমিকভাবে দেওয়া হয়েছে। অন্য দশ বিচারক প্রাথমিক রায় বিচার বিশ্লেষণ করে চূড়ান্ত রায় দিবেন। সেটার দিনক্ষণ অবশ্য চূড়ান্ত হয়নি।

রদ্রিগেসের পুনর্বহালের আদেশ দিয়ে বিচারক গিলমার মেন্দেস রায়ে লিখেছেন, ‘আমি রিও ডি জেনিরো কোর্ট অব জাস্টিসের দেওয়া রায়ের প্রভাবকে স্থগিত করছি। পাশাপাশি ২০২২ সালের ২৩ মার্চ সিবিএফের সাধারণ পরিষদ দ্বারা নির্বাচিত নেতৃত্বকে তাৎক্ষণিকভাবে পুনর্বহালের আদেশ দিচ্ছি।’ অস্থায়ী আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তবে ব্রাজিলের সর্বোচ্চ আদালতের অন্য ১০ বিচারক মেন্দেসের রায় বিশ্লেষণ করে চূড়ান্ত রায় দেবেন। সেটির দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে চলতি বছরের জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক। তাই তড়িঘড়ি করেই পদে ফেরানো হয়েছে ব্রাজিলের ফুটবল প্রধানকে। ঝুঁকির কথা জানিয়ে বিবৃতিতে মেন্দেজ বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে ৫ জানুয়ারির মধ্যেই মধ্যে খেলোয়াড়দের নাম জমা করতে হবে।’

২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনিরোর কাউন্সিলদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন, সেটি বৈধ ছিল না। ক্ষমতার বাইরে গিয়ে করা হয়েছিল এই চুক্তি। যেকারণে আদালত রদ্রিগেজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল।

২০১৭ সালে ব্রাজিলের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করেই নির্বাচনী বিধিমালা পরিবর্তন করে সিবিএফ। তাতে ভোটের শক্তি কমে যায়। সেই নির্বাচনে বিজয়ী হয়ে সভাপতির দায়িত্ব নেন রোজেরিও কাবোকলো। ২০২১ সালে যৌন হয়রানির দায়ে পদত্যাগ করেন তিনি। এরপর অন্তর্র্বতীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব নেন এদনালদো রদ্রিগেজ।

এরপরের বছর তাকে স্থায়ী সভাপতি হিসেবে ২০২৬ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। কাতার বিশ্বকাপের পর থেকেই স্থায়ী কোচ নেই ব্রাজিলের। কার্লো আনচেলোত্তিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে তার সঙ্গে যোগাযোগ করছিলেন এই রদ্রিগেজ। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে আরো দুই বছরের চুক্তি বাড়ানোয় আনচেলোত্তিকে পাওয়ার আর কোন সুযোগ নেই। আবারো ফেডারেশন প্রধানের দায়িত্বে রদ্রিগেজ ফেরায় এখন স্থায়ী কোচের খোঁজে নামবে কিনা সেটাই দেখার।