Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল দলে ফিরছেন নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ২০৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর নেইমারকে আর জাতীয় দলে দেখা যায়নি। চোটে পড়ে অনেক দিন ছিলেন দলের বাইরে। এবার পরের বিশ্বকাপের বাছাইপর্বের জন্য সেলেকাওদের দল ঘোষণা করা হয়েছে। যেখানে প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন এই ফরোয়ার্ড।

শুক্রবার (১৮ আগস্ট) আগামী বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ফের্নান্দো জিনিস।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য গত রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ব্রাজিলের এই দলে ফিরেছেন নেইমার। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড কদিন আগে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। নেইমারের সঙ্গে আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। কাতার বিশ্বকাপে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করা রিচার্লিসনও আছেন ব্রাজিলের এই দলে।

মাঝমাঠের অন্যতম ভরসা কাসেমিরো আছেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ পারফরম্যান্স করছেন তিনি। মাঝমাঠের দায়িত্বে আরও আছেন নিউক্যাসলের দুই ফুটবলার জোয়েলিংটন ও ব্রুনো গুইমারেজ। রক্ষণভাগে আছেন দানিলো, মার্কিনিওস, রেনান লদির মতো তারকারা। আর তিন গোলরক্ষকের দুজনই ইংলিশ প্রিমিয়ার লিগের। আলিসন, এদেরসন—এ দুই ফুটবলার খেলছেন লিভারপুল ও ম্যানচেস্টার সিটিতে। তাঁদের সঙ্গে আছেন আতলেতিকো প্যারানায়েন্সের গোলরক্ষক বেন্তো। ৮ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। এরপর ১২ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ মুহূর্তে বাদ পড়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলের অন্তর্র্বতী কোচ ফার্নান্দো দিনিজ জানিয়েছেন, ওই ঝামেলার কারণেই পাকেতা শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাদ পড়েছেন। যদিও পাকেতার দাবি, তিনি কোনও ধরনের বেটিংয়ে অংশ নেননি। এই খবরে নিজেও বিস্মিত। গার্ডিয়ান জানিয়েছে, পাকেতাকে বেটিংয়ের জন্য অভিযুক্ত করা হয়নি। পাকেতাকে ওই তালিকায় পাওয়া গেছে। আমি তাকে অনেক পছন্দ করি। কিন্তু এখন সময় হচ্ছে এই সমস্যার দ্রুত সমাধান।

ব্রাজিলের হয়ে ৪২ ম্যাচে ৯ গোল করেছেন পাকেতা। এদিকে, কাতার বিশ্বকাপের পর ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেললেও কোনওটিতেই ছিলেন না নেইমার। তার ওপর ফেব্রুয়ারিতে গোড়ালির চোট পেয়ে সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন। অবশেষে দলে ফিরেছেন ব্রাজিল ফরোয়ার্ড।

দিনিজ বলেছেন, নেইমার আমাদের সঙ্গে পুনরায় যোগ দেওয়ার ও জাতীয় দলে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আমি সম্প্রতি তার সঙ্গে কথা বলি এবং সে এই সুযোগের কথা শুনে ভীষণ আনন্দিত।

ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পাওয়া দিনিজ এবারই প্রথম অন্তর্র্বতী কোচ হয়ে ব্রাজিলের দায়িত্ব সামলাবেন।

কাতার বিশ্বকাপের পর ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে শুধু একটিতে। গিনিকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। আর মরক্কোর কাছে ২-১ গোল ও সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো প্যারানায়েন্স)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), কাইও হেনরিক (মোনাকো), গ্যাব্রিয়েল ম্যাগালহেইস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)

ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

ব্রাজিল দলে ফিরছেন নেইমার

প্রকাশের সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর নেইমারকে আর জাতীয় দলে দেখা যায়নি। চোটে পড়ে অনেক দিন ছিলেন দলের বাইরে। এবার পরের বিশ্বকাপের বাছাইপর্বের জন্য সেলেকাওদের দল ঘোষণা করা হয়েছে। যেখানে প্রত্যাশিতভাবেই দলে ফিরেছেন এই ফরোয়ার্ড।

শুক্রবার (১৮ আগস্ট) আগামী বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দুই রাউন্ডের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ফের্নান্দো জিনিস।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য গত রাতে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। ব্রাজিলের এই দলে ফিরেছেন নেইমার। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড কদিন আগে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। নেইমারের সঙ্গে আক্রমণভাগে থাকছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। কাতার বিশ্বকাপে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করা রিচার্লিসনও আছেন ব্রাজিলের এই দলে।

মাঝমাঠের অন্যতম ভরসা কাসেমিরো আছেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ পারফরম্যান্স করছেন তিনি। মাঝমাঠের দায়িত্বে আরও আছেন নিউক্যাসলের দুই ফুটবলার জোয়েলিংটন ও ব্রুনো গুইমারেজ। রক্ষণভাগে আছেন দানিলো, মার্কিনিওস, রেনান লদির মতো তারকারা। আর তিন গোলরক্ষকের দুজনই ইংলিশ প্রিমিয়ার লিগের। আলিসন, এদেরসন—এ দুই ফুটবলার খেলছেন লিভারপুল ও ম্যানচেস্টার সিটিতে। তাঁদের সঙ্গে আছেন আতলেতিকো প্যারানায়েন্সের গোলরক্ষক বেন্তো। ৮ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। এরপর ১২ সেপ্টেম্বর পেরুর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ মুহূর্তে বাদ পড়েছেন মিডফিল্ডার লুকাস পাকেতা। বেটিং কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলের অন্তর্র্বতী কোচ ফার্নান্দো দিনিজ জানিয়েছেন, ওই ঝামেলার কারণেই পাকেতা শেষ মুহূর্তের সিদ্ধান্তে বাদ পড়েছেন। যদিও পাকেতার দাবি, তিনি কোনও ধরনের বেটিংয়ে অংশ নেননি। এই খবরে নিজেও বিস্মিত। গার্ডিয়ান জানিয়েছে, পাকেতাকে বেটিংয়ের জন্য অভিযুক্ত করা হয়নি। পাকেতাকে ওই তালিকায় পাওয়া গেছে। আমি তাকে অনেক পছন্দ করি। কিন্তু এখন সময় হচ্ছে এই সমস্যার দ্রুত সমাধান।

ব্রাজিলের হয়ে ৪২ ম্যাচে ৯ গোল করেছেন পাকেতা। এদিকে, কাতার বিশ্বকাপের পর ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেললেও কোনওটিতেই ছিলেন না নেইমার। তার ওপর ফেব্রুয়ারিতে গোড়ালির চোট পেয়ে সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে ছিলেন। অবশেষে দলে ফিরেছেন ব্রাজিল ফরোয়ার্ড।

দিনিজ বলেছেন, নেইমার আমাদের সঙ্গে পুনরায় যোগ দেওয়ার ও জাতীয় দলে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। আমি সম্প্রতি তার সঙ্গে কথা বলি এবং সে এই সুযোগের কথা শুনে ভীষণ আনন্দিত।

ভারপ্রাপ্ত হয়ে দায়িত্ব পাওয়া দিনিজ এবারই প্রথম অন্তর্র্বতী কোচ হয়ে ব্রাজিলের দায়িত্ব সামলাবেন।

কাতার বিশ্বকাপের পর ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলেছে। তার মধ্যে জিতেছে শুধু একটিতে। গিনিকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাজিল। আর মরক্কোর কাছে ২-১ গোল ও সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), বেন্তো (আতলেতিকো প্যারানায়েন্স)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), রেনান লদি (মার্শেই), কাইও হেনরিক (মোনাকো), গ্যাব্রিয়েল ম্যাগালহেইস (আর্সেনাল), মারকিনিওস (পিএসজি), ইবানেজ (আল আহলি), নিনো (ফ্লুমিনেন্স)

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)

ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন)