Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে বিমান বিধ্বস্ত: চার ফুটবলার নিহত

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • ১৯১ জন দেখেছেন

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে চার ফুটবলার নিহত হয়েছে। নিহতদের মধ্যে ব্রাজিলের লাস পালমাস নামক একটি ক্লাবের প্রেসিডেন্টসহ চার ফুটবলার রয়েছেন। দুর্ঘটনায় মারা গেছেন ছোট্ট বিমানটির পাইলটও।

২৫ জানুয়ারি রাতে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। এই ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। খবর ডেইলি মিররের।

ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে গোইয়ানিয়ায় যাচ্ছিলেন পালমাসের সভাপতি ও খেলোয়াড়েরা। তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশন পালমাস শহরের পাশে ছোট্ট একটি বিমানঘাঁটি।

৮০০ কিলোমিটার দূরের শহর গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের।

ব্রাজিলের দক্ষিণ ও উত্তর–পূর্ব অঞ্চলের বিখ্যাত দলগুলোর বাইরের ছোট দলগুলোকে নিয়েই আয়োজিত হয় টুর্নামেন্টটা।

ক্লাবের সভাপতি লুকাস মেইরা, চার ফুটবলার লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি, পালমাসের এই পাঁচজনকে নিয়ে ‘বিমান টেকঅফ করেছিল, এরপর তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। উড়োজাহাজের ভেতরে থাকা কেউই বেঁচে ফিরতে পারেননি বলে বিবৃতিতে জানিয়েছে পালমাস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ফরিদপুর-বরিশাল মহাসড়ক চার লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

ব্রাজিলে বিমান বিধ্বস্ত: চার ফুটবলার নিহত

প্রকাশের সময় : ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে চার ফুটবলার নিহত হয়েছে। নিহতদের মধ্যে ব্রাজিলের লাস পালমাস নামক একটি ক্লাবের প্রেসিডেন্টসহ চার ফুটবলার রয়েছেন। দুর্ঘটনায় মারা গেছেন ছোট্ট বিমানটির পাইলটও।

২৫ জানুয়ারি রাতে ভিলা নোভা ক্লাবের বিপক্ষে তাদের খেলার কথা ছিল। এই ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়েছে। খবর ডেইলি মিররের।

ব্রাজিলিয়ান কাপের ম্যাচ খেলতে গোইয়ানিয়ায় যাচ্ছিলেন পালমাসের সভাপতি ও খেলোয়াড়েরা। তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশন পালমাস শহরের পাশে ছোট্ট একটি বিমানঘাঁটি।

৮০০ কিলোমিটার দূরের শহর গোইয়ানিয়ার ক্লাব ভিলা নোভার বিপক্ষে ব্রাজিলের ঘরোয়া কাপ টুর্নামেন্ট কোপা ভের্দের শেষ ষোলোতে খেলার কথা ছিল পালমাসের।

ব্রাজিলের দক্ষিণ ও উত্তর–পূর্ব অঞ্চলের বিখ্যাত দলগুলোর বাইরের ছোট দলগুলোকে নিয়েই আয়োজিত হয় টুর্নামেন্টটা।

ক্লাবের সভাপতি লুকাস মেইরা, চার ফুটবলার লুকাস প্রাসেদেস, গিলের্মে নো, রানুলে ও মার্কাস মলিনারি, পালমাসের এই পাঁচজনকে নিয়ে ‘বিমান টেকঅফ করেছিল, এরপর তোকানতিনেসে এভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। উড়োজাহাজের ভেতরে থাকা কেউই বেঁচে ফিরতে পারেননি বলে বিবৃতিতে জানিয়েছে পালমাস।