Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রাতের আঁধারে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ায় ট্রাকের সাথে উপকূলীয় অঞ্চলে ভ্রমণে আসা পর্যটকদের বহনকারী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাকটিকে আম ভর্তি নীল বাক্সে ভরা ছিল। দুর্ঘটনার পর সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মীকে কাজ করতে দেখা গেছে।

প্রদেশটির স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

রয়টার্স বলছে, নিহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন বলে বাহিয়া সিভিল পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। গত আগস্টে সাও পাওলোতে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু ঘটে।

২০২২ সালের মার্চ মাসে দক্ষিণ ব্রাজিলের একটি মহাসড়ক থেকে একদল শ্রমিককে বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১০ জন নিহত হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আ. লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার নিষিদ্ধ নয় : ফাওজুল কবির

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৫

প্রকাশের সময় : ১২:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রাতের আঁধারে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। বার্তাসংস্থা রয়টার্সের বরাত দিয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ায় ট্রাকের সাথে উপকূলীয় অঞ্চলে ভ্রমণে আসা পর্যটকদের বহনকারী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, ট্রাকটিকে আম ভর্তি নীল বাক্সে ভরা ছিল। দুর্ঘটনার পর সব মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকজন অগ্নি নির্বাপক কর্মীকে কাজ করতে দেখা গেছে।

প্রদেশটির স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও এতে জানানো হয়েছে।

রয়টার্স বলছে, নিহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন বলে বাহিয়া সিভিল পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। গত আগস্টে সাও পাওলোতে সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু ঘটে।

২০২২ সালের মার্চ মাসে দক্ষিণ ব্রাজিলের একটি মহাসড়ক থেকে একদল শ্রমিককে বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১০ জন নিহত হয়।