Dhaka রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মাদক কারবারি চক্রের এক নেতাকে ধরতে অভিযানে গিয়ে ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেরিওর উত্তর-পূর্বে অবস্থিত সাও গনকালো শহরে ওই সংঘর্ষ ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। তবে গুলিবিদ্ধ তিনজন স্থানীয় বাসিন্দা।

উত্তরাঞ্চলের প্যারা রাজ্য মাদক কারবারি চক্রের মূল হোতা লিওনার্দো কস্তা আরাউজোকে ধরতে ব্রাজিলের রিও রাজ্যের পুলিশ বাহিনী ওই অভিযান চালায়। যাতে হেলিকপ্টার ছাড়াও একাধিক সাঁজোয়া যান যুক্ত ছিল। পরে পুলিশ ও মাদক কারবারিদের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

রিও ডি জেনেরিও রাজ্যের গভর্নর ক্লেওদিও কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে পোস্টে তিনি লিখেছেন, আমরা কখনোই রিওকে অন্য রাজ্যের দস্যুদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেব না। সূত্র : রয়টার্স।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা বা অগ্নিসংযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে সরকার

ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

প্রকাশের সময় : ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

মাদক কারবারি চক্রের এক নেতাকে ধরতে অভিযানে গিয়ে ব্রাজিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর রিও ডি জেনেরিওর উত্তর-পূর্বে অবস্থিত সাও গনকালো শহরে ওই সংঘর্ষ ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। তবে গুলিবিদ্ধ তিনজন স্থানীয় বাসিন্দা।

উত্তরাঞ্চলের প্যারা রাজ্য মাদক কারবারি চক্রের মূল হোতা লিওনার্দো কস্তা আরাউজোকে ধরতে ব্রাজিলের রিও রাজ্যের পুলিশ বাহিনী ওই অভিযান চালায়। যাতে হেলিকপ্টার ছাড়াও একাধিক সাঁজোয়া যান যুক্ত ছিল। পরে পুলিশ ও মাদক কারবারিদের গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

রিও ডি জেনেরিও রাজ্যের গভর্নর ক্লেওদিও কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে পোস্টে তিনি লিখেছেন, আমরা কখনোই রিওকে অন্য রাজ্যের দস্যুদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেব না। সূত্র : রয়টার্স।