Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলকে টপকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার অপেক্ষায় আর্জেন্টিনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কত চন্দ্রভুক অমাবস্যার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। উৎসবে ভাসল একটা জনপদ। তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের মতো সময় কাটছে আকাশী-সাদাদের। চলতি সপ্তাহে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তবে প্রীতি ম্যাচ ছাপিয়ে আরেকবার যেন চ্যাম্পিয়ন উৎসবে মেতে ওঠার উপলক্ষ্য পায় দেশটি। তবে মধুর এমন আবহের মধ্যেও একটা খচখচানি থেকেই যাচ্ছে। আর তা হচ্ছে ফিফা র‌্যাঙ্কিং।

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এরপর সর্বশেষ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও হেরে গেছে তারা। এতকিছুর পরেও এখনো র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সেলেসাওরা।

অন্যদিকে, কাতারে শিরোপা উৎসবের পর দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেও র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের নিচে অর্থাৎ দুইয়ে আর্জেন্টিনা। আলবিসিলেস্তে সমর্থকদের জন্য যা মেনে নেওয়া কঠিনই। তবে সুখবর হচ্ছে, এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র‌্যাঙ্কিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষে ওঠে আসবে আর্জেন্টিনা। এমনটাই দাবি আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিনে’র।

আগামী মাসে ফিফা র‌্যাংকিংয়ের যে আপডেট প্রকাশ হতে যাচ্ছে, তাতে শীর্ষেই উঠে আসবে আর্জেন্টিনা। ব্রাজিল শুধু শীর্ষস্থান হারানোই নয়, তারা নেমে যাবে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে আসবে ফ্রান্স।

আর্জেন্টিনার শীর্ষে ওঠার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে, সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি। দুই ম্যাচে মোট ৯টি গোল করেছে আর্জেন্টিনা। একটিও হজম করেনি। অন্যদিকে ব্রাজিল ২-১ গোলে হেরেছে মরক্কোর কাছে।
বর্তমান র‌্যাংকিংয়ে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। মরক্কোর কাছে হেরে যাওয়ার কারণে তাদের পয়েন্ট কমে যাবে ৬.৬৩। তাদের মোট পয়েন্ট হবে ১৮৩৪.১৪।

অন্যদিকে দুই ম্যাচে ৯ গোল দেওয়া আর্জেন্টিনার পয়েন্ট বাড়বে ২.৫৩। তখন তাদের পয়েন্ট হবে ১৮৪০.৯১। ইউরো বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ৪-০ এবং আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারানোর কারণে ফ্রান্সের পয়েন্ট বাড়বে সবচেয়ে বেশি, ১৫.০৫। তাদের মোট পয়েন্ট হবে ১৮৩৮.৪৪।

বিষয়টা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে আর্জেন্টিনার পত্রিকা ক্লারিনও। তারা জানিয়েছে, এবার আর্জেন্টাইন সমর্থকদের মনের খচখচানি দূর করে দেবে ফিফার প্রকাশিতব্য র‌্যাংকিং। যেখানে বিশ্বজয়ীরাই থাকবে সবার শীর্ষে।

ফিফার র‌্যাংকিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র‌্যাংকিংয়ে বর্তমান অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। যে কারণে এতদিন বিশ্বকাপ জয় করেও আর্জেন্টিনা শীর্ষে উঠতে পারেনি। এবার সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে তাদের।

ছেলেদের ফুটবলে ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষে ছিল ২০১৬ সালে। তখন আর্জেন্টিনা দলের কোচ ছিলেন এদগার্দো বাউজা। সে বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। ১৫ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিলেন বাউজা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

ব্রাজিলকে টপকে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার অপেক্ষায় আর্জেন্টিনা

প্রকাশের সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

কত চন্দ্রভুক অমাবস্যার পর এলো সেই মাহেন্দ্রক্ষণ। উৎসবে ভাসল একটা জনপদ। তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে মরুর বুকে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর স্বপ্নের মতো সময় কাটছে আকাশী-সাদাদের। চলতি সপ্তাহে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তবে প্রীতি ম্যাচ ছাপিয়ে আরেকবার যেন চ্যাম্পিয়ন উৎসবে মেতে ওঠার উপলক্ষ্য পায় দেশটি। তবে মধুর এমন আবহের মধ্যেও একটা খচখচানি থেকেই যাচ্ছে। আর তা হচ্ছে ফিফা র‌্যাঙ্কিং।

ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। এরপর সর্বশেষ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও হেরে গেছে তারা। এতকিছুর পরেও এখনো র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সেলেসাওরা।

অন্যদিকে, কাতারে শিরোপা উৎসবের পর দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেও র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের নিচে অর্থাৎ দুইয়ে আর্জেন্টিনা। আলবিসিলেস্তে সমর্থকদের জন্য যা মেনে নেওয়া কঠিনই। তবে সুখবর হচ্ছে, এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র‌্যাঙ্কিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষে ওঠে আসবে আর্জেন্টিনা। এমনটাই দাবি আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিনে’র।

আগামী মাসে ফিফা র‌্যাংকিংয়ের যে আপডেট প্রকাশ হতে যাচ্ছে, তাতে শীর্ষেই উঠে আসবে আর্জেন্টিনা। ব্রাজিল শুধু শীর্ষস্থান হারানোই নয়, তারা নেমে যাবে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে আসবে ফ্রান্স।

আর্জেন্টিনার শীর্ষে ওঠার পেছনে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে, সর্বশেষ কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি। দুই ম্যাচে মোট ৯টি গোল করেছে আর্জেন্টিনা। একটিও হজম করেনি। অন্যদিকে ব্রাজিল ২-১ গোলে হেরেছে মরক্কোর কাছে।
বর্তমান র‌্যাংকিংয়ে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। মরক্কোর কাছে হেরে যাওয়ার কারণে তাদের পয়েন্ট কমে যাবে ৬.৬৩। তাদের মোট পয়েন্ট হবে ১৮৩৪.১৪।

অন্যদিকে দুই ম্যাচে ৯ গোল দেওয়া আর্জেন্টিনার পয়েন্ট বাড়বে ২.৫৩। তখন তাদের পয়েন্ট হবে ১৮৪০.৯১। ইউরো বাছাই পর্বে নেদারল্যান্ডসকে ৪-০ এবং আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারানোর কারণে ফ্রান্সের পয়েন্ট বাড়বে সবচেয়ে বেশি, ১৫.০৫। তাদের মোট পয়েন্ট হবে ১৮৩৮.৪৪।

বিষয়টা নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে আর্জেন্টিনার পত্রিকা ক্লারিনও। তারা জানিয়েছে, এবার আর্জেন্টাইন সমর্থকদের মনের খচখচানি দূর করে দেবে ফিফার প্রকাশিতব্য র‌্যাংকিং। যেখানে বিশ্বজয়ীরাই থাকবে সবার শীর্ষে।

ফিফার র‌্যাংকিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র‌্যাংকিংয়ে বর্তমান অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। যে কারণে এতদিন বিশ্বকাপ জয় করেও আর্জেন্টিনা শীর্ষে উঠতে পারেনি। এবার সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে তাদের।

ছেলেদের ফুটবলে ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষে ছিল ২০১৬ সালে। তখন আর্জেন্টিনা দলের কোচ ছিলেন এদগার্দো বাউজা। সে বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। ১৫ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিলেন বাউজা।