Dhaka শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় দেড়ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পৌরশহরের ছনকান্দা এলাকার এজাজের ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে রোশান (১৫) ও ঢাকা থেকে নানাবাড়িতে বেড়াতে আসা ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)। রাহি ও রোশান দুজনই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আফিফ ঢাকা থেকে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলায়। সে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে সে ঢাকায় থাকতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে ওই তিন শিক্ষার্থীসহ আরও কয়েকজন। তারা সাঁতার না জানায় নদের পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

রোশানের চাচা শওকত জামান বলেন, তারা তিনজন সাঁতার জানতো না। নদে পানি কম ও চর মনে করে তারা নামে। কিন্তু সেখানে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে অনেক গভীর থাকায় তারা ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিক জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত শহীদ পিংকি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে এ জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

দেশে যেন উগ্রবাদ মাথাচাড়া দিতে না পারে : তারেক রহমান

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

জামালপুর জেলা প্রতিনিধি : 

জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রায় দেড়ঘণ্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌর শহরের ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পৌরশহরের ছনকান্দা এলাকার এজাজের ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে রোশান (১৫) ও ঢাকা থেকে নানাবাড়িতে বেড়াতে আসা ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)। রাহি ও রোশান দুজনই জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। আফিফ ঢাকা থেকে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলায়। সে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে সে ঢাকায় থাকতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে ওই তিন শিক্ষার্থীসহ আরও কয়েকজন। তারা সাঁতার না জানায় নদের পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

রোশানের চাচা শওকত জামান বলেন, তারা তিনজন সাঁতার জানতো না। নদে পানি কম ও চর মনে করে তারা নামে। কিন্তু সেখানে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে অনেক গভীর থাকায় তারা ডুবে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের লিডার সিদ্দিক জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত শহীদ পিংকি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে এ জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।