কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া একসঙ্গে ভেসে উঠল দুই ভাইয়ের লাশ।
সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শিশু দুটির নাম ইমরান হোসেন (৮) ও ইব্রাহিম আলী (১২)। তারা উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলামের ছেলে। এর আগে গত শনিবার বেলা তিনটার দিকে বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের পাশে নদীতে গোসলের জন্য নেমে তারা নিখোঁজ হয়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বছর ছয়েক আগে শিশু দুটির মা–বাবার বিচ্ছেদ হয়। এর পর থেকে তারা চর জলঙ্গারকুঠির বাসিন্দা নানা ইসলাম আলীর বাড়িতে থাকত। শনিবার বেলা তিনটার দিকে ইমরান ও ইব্রাহিম ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় দুই ভাই নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ একসঙ্গে ভেসে ওঠে।
উলিপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুর রাজ্জাক মণ্ডল বলেন, শনিবার উলিপুর ও রংপুর থেকে ছয়জনের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ শিশুটি দুটির সন্ধান পায়নি। আজ ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে উদ্ধার করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, দুই শিশু নিখোঁজের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। ফায়ার সার্ভিস ও ডুবুরিদলের কর্মীরা নিখোঁজ এলাকা থেকে দুই কিলোমিটার পর্যন্ত খোঁজ করেও নিখোঁজ শিশুদের সন্ধান পায়নি। আজ স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে উদ্ধার করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।