স্পোর্টস ডেস্ক :
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ কাল রাতে ব্যালন ডি অ’র ২০২৩-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেওয়া লিওনেল মেসি ও আর্লিং হলান্ড এবার বর্ষসেরার পুরস্কারটি জয়ের দৌড়ে বাকিদের চেয়ে এগিয়ে।
গত ফেব্রুয়ারিতে ফিফার বর্ষসেরা ‘বেস্ট’ ট্রফিজয়ী মেসি ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন। ক্লাব পর্যায়ে মিশ্র মৌসুম কেটেছে মেসির। পিএসজি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়লেও লিগে শিরোপা জিতেছে। হলান্ড আবার ক্লাব পর্যায়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন গত মৌসুমে। ম্যানচেস্টার সিটির হয়ে ৫৩ ম্যাচে করেছেন ৫২ গোল। আর সিটি জিতেছে ‘ট্রেবল’—চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ।
প্রত্যাশিতভাবেই এবার ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় ক্লাবের মধ্যে ম্যানচেস্টার সিটি এবং জাতীয় দলের মধ্যে আর্জেন্টিনার দাপটই বেশি। সিটির ৭ খেলোয়াড় এই সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পেয়েছেন। আর মেসিসহ আর্জেন্টিনা জাতীয় দল থেকে জায়গা পেয়েছেন মোট ৪ জন। গতবার ব্যালন ডি’অরে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিলেন সাতবারের বর্ষসেরা মেসি। সেটি ছিল ২০০৫ সালের পর তাঁর প্রথম বাদ পড়া।
এবার একই ভাগ্য মেনে নিতে হলো তাঁর চির প্রতিদ্বন্দ্বী রোনালদোকে। পর্তুগিজ তারকা গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের দল আল নাসরে যোগ দেন। রোনালদোর পথ অনুসরণ করেই সৌদি লিগের ক্লাব আল হিলালে যোগ দেওয়া নেইমারেরও জায়গা হয়নি মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়। এ নিয়ে টানা দ্বিতীয় বছর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে ব্যর্থ হলেন ব্রাজিল তারকা। তবে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।
গত ২০ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো ব্যালন ডি’অরের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারলেন না পর্তুগিজ তারকা। সবশেষ ২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমে এই তালিকায় জায়গা পাননি রোনালদো। ২০০৪ থেকে ব্যালন ডি অ’রের সবশেষ সংস্করণ পর্যন্ত প্রতিবারই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন পাঁচবারের বর্ষসেরা এ ফুটবলার।
গত জুলাইয়ে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসির বড় প্রতিদ্বন্দ্বী এবার হলান্ড। নরওয়ে তারকা গত সপ্তাহে উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইনাও জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। রিয়াল মাদ্রিদে ১৪ বছরের ক্যারিয়ার শেষ করে গত জুলাইয়ে সৌদি প্রো লিগের দল আল-ইত্তিহাদে যোগ দেওয়া করিম বেনজেমাকেও রাখা হয়েছে সংক্ষিপ্ত তালিকায়।
মেয়েদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া স্প্যানিশ তারকা এইতানা বোনমাতি এবার পুরস্কারটি জয়ে ফেবারিট। স্পেনের হয়ে নারী বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন। বার্সেলোনার হয়ে গত মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও। স্পেন নারী দল থেকে এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট ৬ জন। তবে সবশেষ টানা দুবারের ব্যালন ডি’অর বিজয়ী অ্যালেক্সিস পুতেয়াস চোট প্রবণ মৌসুমের কারণে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি। ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ জনের তালিকা
আন্দ্রে ওনানা (ম্যানইউ, ক্যামেরুন), জসকো জিভার্ডিওল (ম্যানইউ, ক্রোয়েশিয়া), করিম বেনজেমা (আল ইত্তিহাদ), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ, জার্মানি), মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিশর), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), বুকায়ো সাকা (আর্সেনাল, ইংল্যান্ড), র্যান্ডাল কোলো মুয়ানি (পিএসজি, ফ্রান্স), কেভিন ডি ব্রুইন (ম্যানসিটি, বেলজিয়াম), বার্নার্ডো সিলভা (ম্যানসিটি, পর্তুগাল), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা), খাবিচা কাবারাচখেলিয়া (ন্যাপোলি, জর্জিয়া), রুবেন দিয়াজ (ম্যানসিটি, পর্তুগাল), নিকোলাস বারেলা (ইন্টার মিয়ামি, ইতালি), আরলিং হালান্ড (ম্যানসিটি, নরওয়ে), ইয়াসিন বোনো (আল হিলাল, মরক্কো), মার্টিন ওডেগার্ড (আর্সেনাল, নরওয়ে), হুলিয়ান আলভারেজ (ম্যানসিটি, আর্জেন্টিনা), ইলকায় গুন্ডোগান (বার্সেলোনা, জার্মানি), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি, আর্জেন্টিনা), রদ্রি (ম্যানসিটি, স্পেন), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান, আর্জেন্টিনা), আন্তোনিও গ্রিজম্যান (অ্যাটলেটিকো মাদ্রিদ, ফ্রান্স), রবার্ট লেওয়ানডস্কি (বার্সেলোনা, পোল্যান্ড), কিলিয়ান এমবাপে (পিএসজি, ফ্রান্স), কিম মিন জায়ে (ন্যাপোলি, দক্ষিণ কোরিয়া), ভিক্টর ওসিমেন (ন্যাপোলি, নাইজেরিয়া), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া), হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ, ইংল্যান্ড)।