Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্যালন ডি’অরসহ কে কোন পুরস্কার জিতছেন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
  • ১৮৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

প্যারিসে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠান। যেখানে সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবার এই পুরস্কার পেলেন তিনি। এবারের প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেন মেসি।

সোমবার (৩০ অক্টোবর) প্যারিসের তিয়াটর দু শাতলে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অর ২০২৩ অনুষ্ঠান। আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবার সঙ্গে পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট।
মেসির নাম ঘোষণার পর উপস্থিত সকলেই দাঁড়িয়ে তাকে সম্মান জানান। অনুষ্ঠানে ফুটবলের নক্ষত্রদের ভিড়ে এদিন আলাদাভাবে সবার দৃষ্টি কেড়েছে টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ।

ব্যালন ডি অরের লড়াইয়ে লিওনেল মেসির কাছে হার মেনেছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হালান্ড। তবে প্যারিসের ঝলমলে মঞ্চ থেকে শূন্য হাতে ফিরতে হয়নি তাকে। ক্লাবের হয়ে গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে সর্বোচ্চ গোলের পুরস্কার ‘গার্ড মুলার ট্রফি’ জিতে নিয়েছেন তিনি।

এই লড়াইয়ে হালান্ড প্রতিদ্বন্দ্বী ছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। হালান্ডের চেয়ে এক গোল কম হওয়ায় পুরস্কারটি জিততে পারেননি এমবাপে। অবশ্য এবার কিছুই জিততে পারেননি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।

দীর্ঘদিন ধরে ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন্নোয়নে কাজ করছে ভিনিসিয়ুস জুনিয়রের ফাউন্ডেশন। এজন্য রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড পেয়েছেন সক্রেতিস অ্যাওয়ার্ড।

প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠানে ভিনির হাতে এই পুরস্কার তুলে দেওয়ায় হয়। মূলত সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় ভিনির এই সংগঠনকে পুরস্কৃত করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। ভবিষ্যতে আরো অনেকেই পথ শিশুদের নিয়ে কাজ করতে উৎসাহিত হবে, এমনটাই প্রত্যাশা তাদের।

এদিন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন জুড বেলিংহাম। গত জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে যেন নতুন রূপে ধরা দিয়েছেন বেলিংহাম। শুধু মাঝমাঠে নয়, আক্রমণভাগেও হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। দলটির জার্সিতে ১৩ ম্যাচ খেলে করে ফেলেছেন ১৩ গোল।

কাতার বিশ্বকাপে একের পর এক ম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে, দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রেখে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মূলত সেই অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে এবার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এই আর্জেন্টাইন।

প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি’ তুলে দেন তার বাবা।

গত অগাস্টে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন আইতানো বনমাতি। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এবার মেয়েদের ব্যালন ডি অর জিতেছেন স্পেন ও বার্সেলোনার এই মিডফিল্ডার। প্রথমবারের মতো এই পুরস্কারটি জিতলেন তিনি।

বার্সেলোনার হয়েও গত মৌসুম দারুণ কাটে বনমাতির। লিগ শিরোপার পাশাপাশি জেতেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে গোল করেন ১৯টি, সতীর্থদের দিয়ে গোল করান ২১টি।

ব্যালন ডি অর দেওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয় গত বছর। আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও এখন বিবেচনায় ধরা হয় ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমকে (আগস্ট থেকে জুলাই)।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

ব্যালন ডি’অরসহ কে কোন পুরস্কার জিতছেন

প্রকাশের সময় : ০৩:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

প্যারিসে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠান। যেখানে সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবার এই পুরস্কার পেলেন তিনি। এবারের প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ড এবং পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেন মেসি।

সোমবার (৩০ অক্টোবর) প্যারিসের তিয়াটর দু শাতলে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অর ২০২৩ অনুষ্ঠান। আইভরি কোস্টের কিংবদন্তি ফুটবলার দিদিয়ের দ্রগবার সঙ্গে পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরাসি সাংবাদিক ও উপস্থাপক স্যান্ডি হেরিবার্ট।
মেসির নাম ঘোষণার পর উপস্থিত সকলেই দাঁড়িয়ে তাকে সম্মান জানান। অনুষ্ঠানে ফুটবলের নক্ষত্রদের ভিড়ে এদিন আলাদাভাবে সবার দৃষ্টি কেড়েছে টেনিস মহাতারকা নোভাক জোকোভিচ।

ব্যালন ডি অরের লড়াইয়ে লিওনেল মেসির কাছে হার মেনেছেন নরওয়ে ও ম্যানচেস্টার সিটি তারকা আরলিং হালান্ড। তবে প্যারিসের ঝলমলে মঞ্চ থেকে শূন্য হাতে ফিরতে হয়নি তাকে। ক্লাবের হয়ে গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে সর্বোচ্চ গোলের পুরস্কার ‘গার্ড মুলার ট্রফি’ জিতে নিয়েছেন তিনি।

এই লড়াইয়ে হালান্ড প্রতিদ্বন্দ্বী ছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। হালান্ডের চেয়ে এক গোল কম হওয়ায় পুরস্কারটি জিততে পারেননি এমবাপে। অবশ্য এবার কিছুই জিততে পারেননি বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।

দীর্ঘদিন ধরে ব্রাজিলের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন্নোয়নে কাজ করছে ভিনিসিয়ুস জুনিয়রের ফাউন্ডেশন। এজন্য রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের তারকা এই ফরোয়ার্ড পেয়েছেন সক্রেতিস অ্যাওয়ার্ড।

প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠানে ভিনির হাতে এই পুরস্কার তুলে দেওয়ায় হয়। মূলত সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় ভিনির এই সংগঠনকে পুরস্কৃত করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। ভবিষ্যতে আরো অনেকেই পথ শিশুদের নিয়ে কাজ করতে উৎসাহিত হবে, এমনটাই প্রত্যাশা তাদের।

এদিন বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন জুড বেলিংহাম। গত জুনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে যেন নতুন রূপে ধরা দিয়েছেন বেলিংহাম। শুধু মাঝমাঠে নয়, আক্রমণভাগেও হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। দলটির জার্সিতে ১৩ ম্যাচ খেলে করে ফেলেছেন ১৩ গোল।

কাতার বিশ্বকাপে একের পর এক ম্যাচে অসাধারণ নৈপুণ্যে দেখিয়ে, দেশের তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রেখে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। মূলত সেই অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে এবার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেন এই আর্জেন্টাইন।

প্যারিসে সোমবার রাতে জমকালো ব্যালন ডি অর অনুষ্ঠানে মার্টিনেজের হাতে সেরা গোলরক্ষকের স্বীকৃতি ‘ইয়াশিন ট্রফি’ তুলে দেন তার বাবা।

গত অগাস্টে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন আইতানো বনমাতি। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এবার মেয়েদের ব্যালন ডি অর জিতেছেন স্পেন ও বার্সেলোনার এই মিডফিল্ডার। প্রথমবারের মতো এই পুরস্কারটি জিতলেন তিনি।

বার্সেলোনার হয়েও গত মৌসুম দারুণ কাটে বনমাতির। লিগ শিরোপার পাশাপাশি জেতেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে গোল করেন ১৯টি, সতীর্থদের দিয়ে গোল করান ২১টি।

ব্যালন ডি অর দেওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয় গত বছর। আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও এখন বিবেচনায় ধরা হয় ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমকে (আগস্ট থেকে জুলাই)।