নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ। এখন শুধু ভোটের জন্য অপেক্ষা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এর মধ্যে রয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন ধরনের ফরম। তবে ব্যালট পেপার ভোট গ্রহণ শুরুর আগ মুহুর্তে পৌঁছে দেবে নির্বাচন কমিশন।
শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকেই একে একে প্রতিটি কেন্দ্রেই দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারের হাতে তুলে দেওয়া হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালি, স্ট্যাম্পসহ বাকি সরঞ্জাম।
রাজধানীর বিজি প্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) থেকে এসব সামগ্রী জেলায় জেলায় পাঠানো হচ্ছে। এরপর জেলা থেকে প্রতিটি কেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো শুরু হয়। এর আগে, প্রতিটি জেলার নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়ে তাদের প্রতিনিধিকে বিজি প্রেসে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।
রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম বলেন, আমাদের ১৫টি সংসদীয় আসনের ১৫ টি কেন্দ্র নির্ধারণ করা আছে। সেই কেন্দ্রগুলোতে নির্বাচনের মালামাল বিতরণ শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসাররা সেসব মালামাল গ্রহণ করছেন। আমাদের ১৫ টি আসনের মোট ভোটার ৫৬ লাখ ৩৩ হাজার ৯২২ জন। মোট প্রার্থী ১২৬ জন। মোট কেন্দ্র ২ হাজার ৯৯ টি। প্রিজাইটিং অফিসার ২ হাজার ৯৯ জন। সর্বমোট পোলিং পারসোনাল রয়েছে ৩৭ হাজার ৭৯৩ জন।
ভোটারদের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতাকারীরাদের রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ভোটারদের বলতে চাই কোথাও যদি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো সুযোগ থাকে নজরে আসা মাত্রই আমরা পদক্ষেপ নিব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র ও দুই লাখ ৬০ হাজার ৮৫৬টি ভোটকক্ষ রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ-আনসারের ১৫-১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় পৌনে সাত লাখ সদস্য শুক্রবার (৫ জানুয়ারি) মাঠে নেমেছেন। এদিন ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মাঠে নামেন। নির্বাচনী অপরাধের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে।
ইসি জানায়, নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। তবে পার্বত্য, হাওর, বাওর, চর বা দ্বীপাঞ্চল বা দুর্গম অঞ্চলের ভোটকেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের প্রস্তাব অনুযায়ী রিটার্নিং অফিসার পুলিশের সঙ্গে পরামর্শ করে ব্যালট পৌঁছানোর ব্যবস্থা করবেন। ভোটের ‘অভিযোগ বা বিতর্ক’ এড়াতে ভোটের দিন সকালে ব্যালট পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মালামাল গ্রহণ ও বিতরণ করতে ঢাকার ১৫টি আসনের কেন্দ্রগুলোর জন্য বেশ কয়েকটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ঢাকা-৪ আসনের জন্য ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়, ঢাকা-৫ আসনের জন্য তেজগাঁও সার্কেল অফিস, ঢাকা-৬ আসনের জন্য সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকা-৭ আসনের জন্য আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা-৮ আসনের জন্য উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-৯ আসনের জন্য খিলগাঁও মডেল কলেজ, ঢাকা-১০ আসনের জন্য টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-১১ আসনের জন্য আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা-১২ আসনের জন্য তেজাগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা-১৩ আসনের জন্য ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা-১৪ আসনের জন্য সরকারি বাংলা কলেজ ও সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা-১৫ আসনের জন্য আদর্শ উচ্চ বিদ্যালয়, ঢাকা-১৬ আসনের জন্য মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, (বালক শাখা), ঢাকা-১৭ আসনের জন্য বনানী বিদ্যানিকেতন এবং ঢাকা-১৮ আসনের জন্য উত্তরা কমিউনিটি সেন্টার থেকে নির্বাচনের মালামাল গ্রহণ ও বিতরণের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। রিটার্নিং কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান।
এতে বলা হয়েছে, নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্রে ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জেলা পর্যায়ে ও জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী দ্রব্যাদি পরিবহন ও বিতরণের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিভাগ/আঞ্চলিক বা জেলা পর্যায়ে নির্বাচনী দ্রব্যাদি পরিবহনে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বিভাগ/আঞ্চলিক পর্যায় থেকে জেলা সভায় এবং জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে দ্রব্যাদি পরিবহন ও বিতরণে অনুরূপ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরইমধ্যে নির্বাচন কমিশনাররাও গণমাধ্যমকে বলেছেন, দুর্গম এলাকাগুলোতে আগের দিন ব্যালট পেপার পৌঁছানো হবে। যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে পাঠানো হবে ব্যালট পেপার।