Dhaka সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাট-বলের দাপটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : 

ইনজুরির পর এবাদত হোসেনের গায়ে প্রথমবার লাল-সবুজের জার্সি। ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় পার করার পর জাতীয় দলের রাডারে আবার এনামুল হক বিজয়। সঙ্গে উঠতি মুখ হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কনকে যুক্ত করা। ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের একঝাঁক তারকা নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামলেও আগ্রহের কেন্দ্রে ছিলেন এই তিনজন। প্রথম ম্যাচে তাদের প্রত্যেকেই খানিক স্বস্তি উপহার দিয়েছেন বাংলাদেশের ভক্তদের।

সোমবার (৫ মে) সিলেটে তারুণ্যনির্ভর নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপুটে পারফরম্যান্স আশা করেছিল বাংলাদেশ, ঠিক সেটাই হয়েছে। শুরুতে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দেড়শ রানের আগেই সফরকারীদের থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট হাতে বিজয় অঙ্কনদের ব্যাট থেকে এসেছে ৭ উইকেটের সহজ জয়।

১৪৮ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মারকুটে শুরু করেন পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ২৪ রান করে আউট হন এই বাঁহাতি।

আরেক ওপেনার মোহাম্মদ নাইম ১৮ বলে ২০ রান করেন। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি করেন বিজয় ও অংকন। ৪৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন বিজয়। অংকন দল জিতিয়ে মাঠ ছাড়েন। ৬১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি, যা ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর।

অংকনকে দারুণ সহায়তা করেন নুরুল হাসান সোহান। ২৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। ফলে জয় পেতে কোনোই বেগ পেতে হয়নি বাংলাদেশকে। সর্বোচ্চ ৩৮ রান করেন এনামুল হক। ২৪ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। ১৮ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। কিউইদের হয়ে ২ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ৫ রানে ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এরপর ৮ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। অর্থাৎ দলীয় ১৩ রানে নেই ৪ উইকেট।

আউট হওয়া চার টপঅর্ডারের (ফিলিপস, ম্যাথিউ বয়লি, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি) কেউই রানের খাতা খুলতে পারেননি। শুরুর দিকে একপ্রান্ত ধরে খেলেছেন ওপেনার রায়েস মারিউ।

৮৫ রানে ৯ উইকেটের পতনের পর নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন আটে নামা ডিন ফক্সক্রফট। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৭২ রানের বীরত্বপূর্ণ এক ইনিংস খেলেন। ৩৫তম ওভারে এবাদত হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ হলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। আর ২ টি করে উইকেট নিয়েছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

এই জয়ে বাংলাদেশ ‘এ’ দল সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ২য় ওয়ানডে সিলেটেরই মাঠে ৭ মে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

ব্যাট-বলের দাপটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

প্রকাশের সময় : ০৩:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

ইনজুরির পর এবাদত হোসেনের গায়ে প্রথমবার লাল-সবুজের জার্সি। ঘরোয়া ক্রিকেটে দারুণ সময় পার করার পর জাতীয় দলের রাডারে আবার এনামুল হক বিজয়। সঙ্গে উঠতি মুখ হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কনকে যুক্ত করা। ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের একঝাঁক তারকা নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামলেও আগ্রহের কেন্দ্রে ছিলেন এই তিনজন। প্রথম ম্যাচে তাদের প্রত্যেকেই খানিক স্বস্তি উপহার দিয়েছেন বাংলাদেশের ভক্তদের।

সোমবার (৫ মে) সিলেটে তারুণ্যনির্ভর নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে যেমন দাপুটে পারফরম্যান্স আশা করেছিল বাংলাদেশ, ঠিক সেটাই হয়েছে। শুরুতে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে দেড়শ রানের আগেই সফরকারীদের থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট হাতে বিজয় অঙ্কনদের ব্যাট থেকে এসেছে ৭ উইকেটের সহজ জয়।

১৪৮ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মারকুটে শুরু করেন পারভেজ হোসেন ইমন। তবে ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ২৪ রান করে আউট হন এই বাঁহাতি।

আরেক ওপেনার মোহাম্মদ নাইম ১৮ বলে ২০ রান করেন। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি করেন বিজয় ও অংকন। ৪৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন বিজয়। অংকন দল জিতিয়ে মাঠ ছাড়েন। ৬১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন তিনি, যা ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর।

অংকনকে দারুণ সহায়তা করেন নুরুল হাসান সোহান। ২৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন বাংলাদেশ অধিনায়ক। ফলে জয় পেতে কোনোই বেগ পেতে হয়নি বাংলাদেশকে। সর্বোচ্চ ৩৮ রান করেন এনামুল হক। ২৪ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। ১৮ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। কিউইদের হয়ে ২ উইকেট নেন ক্রিস্টিয়ান ক্লার্ক।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। দলীয় ৫ রানে ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এরপর ৮ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। অর্থাৎ দলীয় ১৩ রানে নেই ৪ উইকেট।

আউট হওয়া চার টপঅর্ডারের (ফিলিপস, ম্যাথিউ বয়লি, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি) কেউই রানের খাতা খুলতে পারেননি। শুরুর দিকে একপ্রান্ত ধরে খেলেছেন ওপেনার রায়েস মারিউ।

৮৫ রানে ৯ উইকেটের পতনের পর নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন আটে নামা ডিন ফক্সক্রফট। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৭২ রানের বীরত্বপূর্ণ এক ইনিংস খেলেন। ৩৫তম ওভারে এবাদত হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ হলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। আর ২ টি করে উইকেট নিয়েছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

এই জয়ে বাংলাদেশ ‘এ’ দল সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ২য় ওয়ানডে সিলেটেরই মাঠে ৭ মে।