আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনের আগে দুঃসংবাদ পেল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দেশটির সুপ্রিমকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন ‘ব্যাট’ প্রতীকে নির্বাচন করতে পারবে না পিটিআই।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দুদিন শুনানি শেষে সুপ্রিমকোর্ট তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেওয়ার রায় দেন। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি। স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে তারা এই রায় দেন।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে গওহর আলি খান বলেছেন, নির্বাচনী প্রতীক বাতিল করায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন।
তিনি বলেন, আমরা একটি শক্তিশালী দল। পিটিআইয়ের সব প্রার্থী নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে। প্রার্থীদের নির্বাচনের প্রতীক সহ একটি তালিকা প্রকাশ করবো আমরা। রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দী। সেখান থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন ব্যারিস্টার গওহর আলি খানকে।
যেহেতু পিটিআইয়ের এখন কোনো একক প্রতীক নেই, তাই তাদের প্রতীক নিয়ে বা কে পিটিআইয়ের প্রার্থী তা নিয়ে জনগণের মধ্যে দ্বিধা সৃষ্টি হতে পারে। এর আগে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ বাতিল করে দেয় পাকিস্তানের নির্বাচন কমিশন।
দুর্নীতি মামলায় সাজা হওয়ায় কারাবন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সাজার কারণে নিজ দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ইমরান। পরে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান।
পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত ২২ ডিসেম্বর দলটির ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। বিষয়টি পিটিআই ও ইসিপির আইনি লড়াই সুপ্রিমকোর্ট পর্যন্ত গড়ায়। পরে শনিবার এই আদেশ দিল দেশটির সুপ্রিমকোর্ট।
আন্তর্জাতিক ডেস্ক 

























