Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্যাচেলর পয়েন্ট সিজন- ৫’ কবে আসছে, জানালেন অমি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৫৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দর্শকমহলে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। অবশেষে দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আসন্ন কোরবানির ঈদের রাত থেকেই দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তির পর্বগুলো।

‘দেশীয় সিরিয়াল দর্শক দেখতে চায় না’ এমন ধারণাকে ভুল প্রমাণ করেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটি সর্বপ্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। এরপর ঝড়ের গতিতে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০২২ সালে সিজন-৪ শেষ হয়। চতুর্থ সিজনের ২৬ মাস পর আসছে ‘সিজন-৫’।

নতুন সিজন প্রসঙ্গে রবিবার (পহেলা জুন) বিকেলে গুলশানের একটি অভিজাত ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ নিয়ে হাজির হচ্ছেন।

কাজল আরেফিন অমি বলেন, সত্যি বলতে যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি, তখন নিজেও জানতাম না সিরিজটির ভবিষ্যৎ কী। যতটুকু বাজেট ছিল, তা নিয়েই সততার সঙ্গে কাজ শুরু করি। কখনো বাজেট নিয়ে ভাবিনি। এই করতে করতে ৭ বছরে ৫টি সিজনে পৌঁছেছি আমরা। তবে সবসময় দর্শকের কথা ভেবেছি। দেশ-বিদেশে যেখানেই যাই, সবার আগে দর্শকরা জিজ্ঞাসা করে, নতুন সিজন কবে আসবে? তাদের জন্যই আমরা কাজ করি। আর তাদের (দর্শক) চাওয়াতে ২৬ মাস পর ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ নিয়ে আসছি আমরা।

ঈদের রাত থেকে দেখা যাবে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫

তিনি আরও বলেন, আগের সিজনগুলো আমরা টিভি ও ইউটিউব স্ট্যান্ডার্ডে নির্মাণ করেছিলাম। গত দুই বছরে কিছু ওয়েব কনটেন্ট তৈরি করেছি, যা দর্শকরা ব্যাপক পছন্দ করেছেন। এসব কাজে আমার এক ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা হয়েছে। আর আমি চাই নতুন সিজনে আমার নির্মাণে সেই সিনেমাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।

১২০ পর্বে নির্মিত হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫। সাধারণত ওয়েব সিরিজে ৬-৮ পর্ব হয়। তবে সিরিজটির এবারের সিজন ১২০ পর্বের। যা আগে কখনও হয়নি বলে দাবি করেন নির্মাতা অমি। তিনি জানিয়েছেন আসন্ন কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে নতুন ৮ এপিসোড দেখা যাবে। দেখতে হলে ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে। একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

এদিন নতুন সিজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ অনেকে। এছাড়া পরিচালক অমি ছাড়াও ছিলেন বঙ্গের চিফ কনটেন্ট অফিসার ও প্রযোজক মুশফিকুর রহমান প্রমুখ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

‘ব্যাচেলর পয়েন্ট সিজন- ৫’ কবে আসছে, জানালেন অমি

প্রকাশের সময় : ১১:২৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বিনোদন ডেস্ক : 

দর্শকমহলে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। অবশেষে দীর্ঘ আড়াই বছর পর দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আসন্ন কোরবানির ঈদের রাত থেকেই দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তির পর্বগুলো।

‘দেশীয় সিরিয়াল দর্শক দেখতে চায় না’ এমন ধারণাকে ভুল প্রমাণ করেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটি সর্বপ্রথম প্রচারিত হয় ২০১৮ সালে। এরপর ঝড়ের গতিতে এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ২০২২ সালে সিজন-৪ শেষ হয়। চতুর্থ সিজনের ২৬ মাস পর আসছে ‘সিজন-৫’।

নতুন সিজন প্রসঙ্গে রবিবার (পহেলা জুন) বিকেলে গুলশানের একটি অভিজাত ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে নির্মাতা অমি জানান, গত চার সিজনের চেয়েও এবার বড় পরিসরে তিনি ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ নিয়ে হাজির হচ্ছেন।

কাজল আরেফিন অমি বলেন, সত্যি বলতে যখন ব্যাচেলর পয়েন্ট সিরিজ শুরু করি, তখন নিজেও জানতাম না সিরিজটির ভবিষ্যৎ কী। যতটুকু বাজেট ছিল, তা নিয়েই সততার সঙ্গে কাজ শুরু করি। কখনো বাজেট নিয়ে ভাবিনি। এই করতে করতে ৭ বছরে ৫টি সিজনে পৌঁছেছি আমরা। তবে সবসময় দর্শকের কথা ভেবেছি। দেশ-বিদেশে যেখানেই যাই, সবার আগে দর্শকরা জিজ্ঞাসা করে, নতুন সিজন কবে আসবে? তাদের জন্যই আমরা কাজ করি। আর তাদের (দর্শক) চাওয়াতে ২৬ মাস পর ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ নিয়ে আসছি আমরা।

ঈদের রাত থেকে দেখা যাবে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫

তিনি আরও বলেন, আগের সিজনগুলো আমরা টিভি ও ইউটিউব স্ট্যান্ডার্ডে নির্মাণ করেছিলাম। গত দুই বছরে কিছু ওয়েব কনটেন্ট তৈরি করেছি, যা দর্শকরা ব্যাপক পছন্দ করেছেন। এসব কাজে আমার এক ধরনের সিনেমাটিক অভিজ্ঞতা হয়েছে। আর আমি চাই নতুন সিজনে আমার নির্মাণে সেই সিনেমাটিক অভিজ্ঞতার ছাপ থাকুক।

১২০ পর্বে নির্মিত হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫। সাধারণত ওয়েব সিরিজে ৬-৮ পর্ব হয়। তবে সিরিজটির এবারের সিজন ১২০ পর্বের। যা আগে কখনও হয়নি বলে দাবি করেন নির্মাতা অমি। তিনি জানিয়েছেন আসন্ন কোরবানি ঈদের দিন বঙ্গ অ্যাপে একসঙ্গে দেখা যাবে নতুন ৮ এপিসোড দেখা যাবে। দেখতে হলে ৪০ টাকায় সাবসক্রাইব করতে হবে। একইদিন রাত ৯ টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম এপিসোড রিলিজ পাবে এবং সাড়ে ৯ টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রথম এপিসোড দেখা যাবে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে ইউটিউব ও টেলিভিশনে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫।

এদিন নতুন সিজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ব্যাচেলর পয়েন্ট’র অভিনয়শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, ফারিয়া শাহরিন, লালিমাসহ অনেকে। এছাড়া পরিচালক অমি ছাড়াও ছিলেন বঙ্গের চিফ কনটেন্ট অফিসার ও প্রযোজক মুশফিকুর রহমান প্রমুখ।