Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বৌভাতের দই-মিষ্টি নিয়ে ফেরার পথে প্রাণ গেল বরের

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর আত্রাইয়ে বৌ-ভাতের অনুষ্ঠানের দই-মিষ্টি নিয়ে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুর রহমান (২৪) উপজেলার নন্দনালী গ্রামের আজাদুল প্রামাণিকের ছেলে। এসময় গুরুতর জখম হন সাজেদুরের ভগ্নিপতি মিশন। মিশনের বাড়ি নওগাঁ সদর উপহজলায়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিয়ে করেন সাজেদুর।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠান চলছিল। শনিবার সকালে আত্রাই থেকে দই-মিষ্টি ভ্যানে পাঠিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন সাজেদুর।

আত্রাই-বান্দাইখাড়া সড়কের গেণ্ডগোহালী গ্রামের দিকে নেমে যাওয়া রাস্তার মোড়ে ভ্যানকে সাইড দিতে গিয়ে পিছলে মোটরসাইকেল নিয়ে রাস্তার উপরে পড়ে যান সাজেদুর। তাদের গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তারিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার পরে সাজেদুর ও মিশন নামে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই সাজেদুর মারা যান। মিশন গুরুতর জখম হন। সাজেদুর বুকে আঘাত পেয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মিশনের পা এবং মুখ কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ত্রিশাল জিরো পয়েন্ট-হরিরামপুর সড়কটি যেন মরণফাঁদ

বৌভাতের দই-মিষ্টি নিয়ে ফেরার পথে প্রাণ গেল বরের

প্রকাশের সময় : ০৫:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর আত্রাইয়ে বৌ-ভাতের অনুষ্ঠানের দই-মিষ্টি নিয়ে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদুর রহমান (২৪) উপজেলার নন্দনালী গ্রামের আজাদুল প্রামাণিকের ছেলে। এসময় গুরুতর জখম হন সাজেদুরের ভগ্নিপতি মিশন। মিশনের বাড়ি নওগাঁ সদর উপহজলায়। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিয়ে করেন সাজেদুর।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠান চলছিল। শনিবার সকালে আত্রাই থেকে দই-মিষ্টি ভ্যানে পাঠিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন সাজেদুর।

আত্রাই-বান্দাইখাড়া সড়কের গেণ্ডগোহালী গ্রামের দিকে নেমে যাওয়া রাস্তার মোড়ে ভ্যানকে সাইড দিতে গিয়ে পিছলে মোটরসাইকেল নিয়ে রাস্তার উপরে পড়ে যান সাজেদুর। তাদের গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তারিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার পরে সাজেদুর ও মিশন নামে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই সাজেদুর মারা যান। মিশন গুরুতর জখম হন। সাজেদুর বুকে আঘাত পেয়ে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মিশনের পা এবং মুখ কেটে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আত্রাই থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।