Dhaka বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেশি লাফালাফি করবেন না, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বেশি লাফালাফি করবেন না, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। শেখ হাসিনার সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি ও ক্ষমতা আপনাদের নেই। ২০১৪ সালের নির্বাচনে বিভিন্ন স্থানে প্রার্থী দিতে পারেননি, যারা প্রার্থী হয়েছিলেন তারাও হেরে গেছেন।

সোমবার (২১ আগস্ট) বিকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি বলে দেশে সুশাসন নেই, আমরা বলি সুশাসন আছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, সুশাসন আছে বলেই খালেদা জিয়ার দুর্নীতির বিচার দেশের আদালতে হয়েছে। তারা এখন বলে মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। এই মানবিক দিক বিবেচনা করলে দেশের কারাগারে যারা আটক রয়েছেন, তাদেরও মুক্তি দিতে হবে। তাহলে তো কারাগারগুলো খালি হয়ে যাবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। কিন্তু তার বাবা চোখা মিয়া ছিলেন রাজাকার। যার বাবা রাজাকার, তার ছেলে মুক্তিযোদ্ধা হয় কীভাবে। বাবা আগে নাকি ছেলে আগে। এ তো ডিম আগে নাকি মুরগি আগে অবস্থার মতো।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি আব্দুল লতিফ, সহসভাপতি বজলুল হক ও কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুই ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হবিবর রহমান প্রমুখ।

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

বেশি লাফালাফি করবেন না, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

দিনাজপুর জেলা প্রতিনিধি : 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বেশি লাফালাফি করবেন না, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। শেখ হাসিনার সঙ্গে মোকাবিলা করার মতো শক্তি ও ক্ষমতা আপনাদের নেই। ২০১৪ সালের নির্বাচনে বিভিন্ন স্থানে প্রার্থী দিতে পারেননি, যারা প্রার্থী হয়েছিলেন তারাও হেরে গেছেন।

সোমবার (২১ আগস্ট) বিকালে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ডাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি বলে দেশে সুশাসন নেই, আমরা বলি সুশাসন আছে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, সুশাসন আছে বলেই খালেদা জিয়ার দুর্নীতির বিচার দেশের আদালতে হয়েছে। তারা এখন বলে মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। এই মানবিক দিক বিবেচনা করলে দেশের কারাগারে যারা আটক রয়েছেন, তাদেরও মুক্তি দিতে হবে। তাহলে তো কারাগারগুলো খালি হয়ে যাবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। কিন্তু তার বাবা চোখা মিয়া ছিলেন রাজাকার। যার বাবা রাজাকার, তার ছেলে মুক্তিযোদ্ধা হয় কীভাবে। বাবা আগে নাকি ছেলে আগে। এ তো ডিম আগে নাকি মুরগি আগে অবস্থার মতো।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক এমপি আব্দুল লতিফ, সহসভাপতি বজলুল হক ও কামরুল হুদা হেলাল, সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সংরক্ষিত নারী আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুই ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হবিবর রহমান প্রমুখ।