Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেলিংহ্যাম-সাকাকে পেছনে ফেলে বর্ষসেরা পালমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার দৌড়ে ছিলেন জুড বেলিংহাম, বুকায়ো সাকা এবং কোল পামার। তবে দর্শকদের ভোটে নিজের দুই সতীর্থকে টপকে এ পুরস্কার জিতে নিয়েছেন পামার।

২০২৩-২৪ মৌসুমের সেরা হিসেবে মঙ্গলবার (৮ অক্টোবর) পালমারের নাম ঘোষণা করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

সমর্থকদের রায়ে পালমারের ঠিক পরে ছিলেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। গত দুইবারের বিজয়ী আর্সেনালের বুকায়ো সাকা এবার হয়েছেন তৃতীয়।

ইংল্যান্ডের জার্সিতে পামারের অভিষেক হয়েছে গত বছরের নভেম্বরে। তবে থ্রী লায়ন্সদের হয়ে অল্প সময়েই নিজের জাত চিনিয়েছেন তরুণ এই ফুটবলার। দারুণ পারফর্ম্যান্সের সুবাদেই আন্তর্জাতিক ফুটবলে বেলিংহাম-সাকাদের তুলনায় কম অভিজ্ঞ হলেও বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

মাল্টার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ গোলে জেতার ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার পর থ্রী লায়ন্সদের হয়ে পামার নিজের প্রথম গোলের দেখা পান এ বছরের মে মাসে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে নিজের গোলের খাতা খোলেন তিনি।

এবারের ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে ইংলিশদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন পামার। তবে স্প্যানিশদের বিপক্ষে শেষ পর্যন্র ২-১ গোলে পরাজিত হয় ইংল্যান্ড।

গত গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন পামার। স্টামফোর্ডের ব্রিজের দলটির হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এই তারকা। গত মৌসুমে ব্লুজদের হয়ে তিনি করেছেন ২২ গোল।

এক ম্যাচে চার গোল করেছেন তিনি পাঁচ মাসের মধ্যে দুই দফায়। চেলসির জার্সিতে ৩৯ ম্যাচের মধ্যে হ্যাটট্রিক করে ফেলেছেন তিনটি।

চেলসির কোনো ফুটবলার সমর্থকদের ভোটে ইংল্যান্ডের সেরা হতে পেরেছিলেন সবশেষ ২০১০ সালে অ্যাশলি কোল। চেলসির হয়ে প্রায় আড়াইশ ও ইংল্যান্ডের হয়ে একশর বেশি ম্যাচ খেলা সাবেক লেফট ব্যাক এখন ইংল্যান্ড জাতীয় দলে সহকারী কোচ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

বেলিংহ্যাম-সাকাকে পেছনে ফেলে বর্ষসেরা পালমার

প্রকাশের সময় : ০৪:০২:১২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার দৌড়ে ছিলেন জুড বেলিংহাম, বুকায়ো সাকা এবং কোল পামার। তবে দর্শকদের ভোটে নিজের দুই সতীর্থকে টপকে এ পুরস্কার জিতে নিয়েছেন পামার।

২০২৩-২৪ মৌসুমের সেরা হিসেবে মঙ্গলবার (৮ অক্টোবর) পালমারের নাম ঘোষণা করে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

সমর্থকদের রায়ে পালমারের ঠিক পরে ছিলেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। গত দুইবারের বিজয়ী আর্সেনালের বুকায়ো সাকা এবার হয়েছেন তৃতীয়।

ইংল্যান্ডের জার্সিতে পামারের অভিষেক হয়েছে গত বছরের নভেম্বরে। তবে থ্রী লায়ন্সদের হয়ে অল্প সময়েই নিজের জাত চিনিয়েছেন তরুণ এই ফুটবলার। দারুণ পারফর্ম্যান্সের সুবাদেই আন্তর্জাতিক ফুটবলে বেলিংহাম-সাকাদের তুলনায় কম অভিজ্ঞ হলেও বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

মাল্টার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ গোলে জেতার ম্যাচ দিয়ে অভিষেক হওয়ার পর থ্রী লায়ন্সদের হয়ে পামার নিজের প্রথম গোলের দেখা পান এ বছরের মে মাসে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে নিজের গোলের খাতা খোলেন তিনি।

এবারের ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে ইংলিশদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন পামার। তবে স্প্যানিশদের বিপক্ষে শেষ পর্যন্র ২-১ গোলে পরাজিত হয় ইংল্যান্ড।

গত গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেন পামার। স্টামফোর্ডের ব্রিজের দলটির হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন এই তারকা। গত মৌসুমে ব্লুজদের হয়ে তিনি করেছেন ২২ গোল।

এক ম্যাচে চার গোল করেছেন তিনি পাঁচ মাসের মধ্যে দুই দফায়। চেলসির জার্সিতে ৩৯ ম্যাচের মধ্যে হ্যাটট্রিক করে ফেলেছেন তিনটি।

চেলসির কোনো ফুটবলার সমর্থকদের ভোটে ইংল্যান্ডের সেরা হতে পেরেছিলেন সবশেষ ২০১০ সালে অ্যাশলি কোল। চেলসির হয়ে প্রায় আড়াইশ ও ইংল্যান্ডের হয়ে একশর বেশি ম্যাচ খেলা সাবেক লেফট ব্যাক এখন ইংল্যান্ড জাতীয় দলে সহকারী কোচ।