Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেলিংহ্যাম-রুদ্রিগো গোলে রিয়ালের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ২১৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

রেকর্ড ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথমবার ব্রাগার মুখোমুখি হয়ে কঠিন পরীক্ষা দিলো। প্রতিপক্ষের মাঠ থেকে অবশ্য তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে তারা। ইউনিয়ন বার্লিন ও নাপোলির পর চ্যাম্পিয়নস লিগে আরেকটি জয় আদায় করলো তারা। মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্তুগালে ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে তারা। রিয়ালের হয়ে লক্ষ্যভেদ করেছেন রদ্রিগো ও জুড বেলিংহাম। এই মৌসুমে উড়ন্ত ফর্মে আছেন বেলিংহাম। প্রথম তিন ম্যাচের সবগুলো জিতে চ্যাম্পিয়নস লিগে ১৫তম শিরোপা জেতার মিশনে শক্ত অবস্থান নিলো কার্লো আনচেলত্তির দল।

প্রথমে দুই গোল খেলেও পরে একটি শোধ করে ব্রাগা। যদিও সেটি তাদের হার ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচজুড়ে রিয়ালের অধীনে বলের দখল ছিল ৫৩ শতাংশ, তবে শট নেওয়ার দিক থেকে এগিয়ে ছিল ব্রাগা। যদিও তাদের ১৬ শটের মধ্যে মাত্র ৩টি ছিল গোল অভিমুখে, বিপরীতে ১৩টির মধ্যে ৬টি গোলের লক্ষ্যে রাখে রিয়াল।

ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর সমন্বিত আক্রমণ শুরুতে তটস্থ করে দেয় ব্রাগাকে। ১২ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস রদ্রিগোর কাছে পৌঁছানোর আগেই ছিনিয়ে নেন নিয়াকাতে।

চার মিনিট পর এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠের বেশ আগে থেকে নাচোর ভাসানো বল ধরে ভিনিসিয়ুস বাঁপ্রান্ত থেকে বক্সের মাঝে বল বাড়ান। প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে রদ্রিগো বল ঠেলে দেন জালে।

২৪ মিনিটে হোর্তার বাঁ পায়ের স্ট্রাইক এডুয়ার্ডো কামাভিঙ্গা না ঠেকালে রিয়ালের জন্য বিপদ বাড়তো। পাঁচ মিনিট পর ভিনিসিয়ুসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার ম্যাথিউস, যদিও বল জালে জড়ালে লাভ হতো না। লাইন্সম্যান ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান।

৩৫ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে রদ্রিগো জাল কাঁপান। কিন্তু গোল বিল্ড আপের সময় ভিনিসিয়ুস অফসাইডে থাকায় তা বাতিল হয়। তাতে করে বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করা হয়নি রিয়ালের।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই রিয়ালকে প্রায় এগিয়ে দিয়েছিলেন দারুণ ছন্দে থাকা বেলিংহ্যাম। তবে ইংলিশ মিডফিল্ডারের শটে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান ব্রাগা গোলরক্ষক। মাদ্রিদের মিডফিল্ড কন্ট্রোলের কারণে ব্রাগা গোলের জন্য উল্লেখযোগ্য চাপ প্রয়োগ করতে পারছিল না।

সেটিরই সুযোগ নিয়ে ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রিয়াল। আগের গোলে বল জোগানো ভিনিসিয়ুস এবারও নেপথ্য নায়ক। তার অ্যাসিস্টে পাওয়া বল বক্সের মুখে দুই পা এগিয়ে নিচু শট নেন বেলিংহ্যাম, গোলরক্ষক ঝাঁপিয়েও সেই বলের নাগাল পাননি। এরপর লড়াই জমিয়ে তোলে ব্রাগা। ঘরের মাঠে হার ঠেকাতে তারা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।
রিয়ালে ডি-বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠান্ডা মাথায় জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান ব্রাগার স্প্যানিশ আলভারো ফরোয়ার্ড দিয়ালো। ম্যাচের বাকি সময় আর গোলের দেখা না হলে ২-১ ব্যবধানের জয়ে নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।

এই জয়ে তিন ম্যাচ পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। গ্রুপের অন্য ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা ব্রাগার পয়েন্ট ৩। জার্মান ক্লাব বার্লিন তিন ম্যাচের সবকটিতেই হেরেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বেলিংহ্যাম-রুদ্রিগো গোলে রিয়ালের জয়

প্রকাশের সময় : ০১:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

রেকর্ড ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথমবার ব্রাগার মুখোমুখি হয়ে কঠিন পরীক্ষা দিলো। প্রতিপক্ষের মাঠ থেকে অবশ্য তিন পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে তারা। ইউনিয়ন বার্লিন ও নাপোলির পর চ্যাম্পিয়নস লিগে আরেকটি জয় আদায় করলো তারা। মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্তুগালে ব্রাগাকে ২-১ গোলে হারিয়েছে তারা। রিয়ালের হয়ে লক্ষ্যভেদ করেছেন রদ্রিগো ও জুড বেলিংহাম। এই মৌসুমে উড়ন্ত ফর্মে আছেন বেলিংহাম। প্রথম তিন ম্যাচের সবগুলো জিতে চ্যাম্পিয়নস লিগে ১৫তম শিরোপা জেতার মিশনে শক্ত অবস্থান নিলো কার্লো আনচেলত্তির দল।

প্রথমে দুই গোল খেলেও পরে একটি শোধ করে ব্রাগা। যদিও সেটি তাদের হার ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচজুড়ে রিয়ালের অধীনে বলের দখল ছিল ৫৩ শতাংশ, তবে শট নেওয়ার দিক থেকে এগিয়ে ছিল ব্রাগা। যদিও তাদের ১৬ শটের মধ্যে মাত্র ৩টি ছিল গোল অভিমুখে, বিপরীতে ১৩টির মধ্যে ৬টি গোলের লক্ষ্যে রাখে রিয়াল।

ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর সমন্বিত আক্রমণ শুরুতে তটস্থ করে দেয় ব্রাগাকে। ১২ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস রদ্রিগোর কাছে পৌঁছানোর আগেই ছিনিয়ে নেন নিয়াকাতে।

চার মিনিট পর এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠের বেশ আগে থেকে নাচোর ভাসানো বল ধরে ভিনিসিয়ুস বাঁপ্রান্ত থেকে বক্সের মাঝে বল বাড়ান। প্রতিপক্ষ খেলোয়াড়ের চ্যালেঞ্জের মুখে রদ্রিগো বল ঠেলে দেন জালে।

২৪ মিনিটে হোর্তার বাঁ পায়ের স্ট্রাইক এডুয়ার্ডো কামাভিঙ্গা না ঠেকালে রিয়ালের জন্য বিপদ বাড়তো। পাঁচ মিনিট পর ভিনিসিয়ুসের প্রচেষ্টা ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার ম্যাথিউস, যদিও বল জালে জড়ালে লাভ হতো না। লাইন্সম্যান ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান।

৩৫ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে রদ্রিগো জাল কাঁপান। কিন্তু গোল বিল্ড আপের সময় ভিনিসিয়ুস অফসাইডে থাকায় তা বাতিল হয়। তাতে করে বিরতিতে যাওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করা হয়নি রিয়ালের।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই রিয়ালকে প্রায় এগিয়ে দিয়েছিলেন দারুণ ছন্দে থাকা বেলিংহ্যাম। তবে ইংলিশ মিডফিল্ডারের শটে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান ব্রাগা গোলরক্ষক। মাদ্রিদের মিডফিল্ড কন্ট্রোলের কারণে ব্রাগা গোলের জন্য উল্লেখযোগ্য চাপ প্রয়োগ করতে পারছিল না।

সেটিরই সুযোগ নিয়ে ৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রিয়াল। আগের গোলে বল জোগানো ভিনিসিয়ুস এবারও নেপথ্য নায়ক। তার অ্যাসিস্টে পাওয়া বল বক্সের মুখে দুই পা এগিয়ে নিচু শট নেন বেলিংহ্যাম, গোলরক্ষক ঝাঁপিয়েও সেই বলের নাগাল পাননি। এরপর লড়াই জমিয়ে তোলে ব্রাগা। ঘরের মাঠে হার ঠেকাতে তারা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।
রিয়ালে ডি-বক্সে সিমোন বান্সার পাস পেয়ে ঠান্ডা মাথায় জোরাল শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান ব্রাগার স্প্যানিশ আলভারো ফরোয়ার্ড দিয়ালো। ম্যাচের বাকি সময় আর গোলের দেখা না হলে ২-১ ব্যবধানের জয়ে নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা।

এই জয়ে তিন ম্যাচ পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। গ্রুপের অন্য ম্যাচে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে নাপোলি আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা ব্রাগার পয়েন্ট ৩। জার্মান ক্লাব বার্লিন তিন ম্যাচের সবকটিতেই হেরেছে।