Dhaka শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বেনজেমার পেনাল্টি মিসে ক্লাব বিশ্বকাপ থেকে ইত্তিহাদের বিদায়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না আগের মৌসুমে ক্লাব বিশ্বকাপজয়ী ফুটবলার করিম বেনজেমার। গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছিলেন ফরাসি এই তারকা। কিন্তু এবার ক্লাব বদলেছে বেনজেমার। সে সঙ্গে বদলেছে ভাগ্যও।

ঘরের মাঠ জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মিসরীয় ক্লাব আল আহলির মুখোমুখি হয়েছিলো স্বাগতিক ক্লাব আল ইত্তিহাদ। এই ম্যাচে নিজে একটি গোল করলেন। একটি পেনাল্টিও মিস করলেন করিম বেনজেমা। যার ফলে আল আহলির কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না আল ইত্তিহাদের।

ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে শুক্রবার রাতে জেদ্দা কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ২১ মিনিটের মাথায় পেনাল্টি হজম করে ইত্তিহাদ। স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি আলি মালোউল। আহলি এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরার সুযোগ পায় বেনজেমার ইত্তিহাদ। কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্যালন ডি’অর বিজয়ী ফ্রান্স তারকা।

৪১ মিনিটে বক্সে হ্যান্ডবল করেন আল আহলির মোহামেদ আবদেলমোনেম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি পেনাল্টির রায় দেওয়া পর স্পটকিকে পোস্টের বাঁ দিকে ডান পায়ের শট নিয়েছিলেন বেনজেমা। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট রুখে দেন আল আহলির গোলকিপার মোহামেদ এল শেনওয়ে।

৫৪ মিনিটে আল ইত্তিহাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর কনরাড দারুণভাবে ড্রিবলিং করে আল আহলির ডি বক্সের কাছাকাছি উঠে এসে বাঁয়ে পাস বাড়ান। তার পাস নিয়ন্ত্রণে নিয়ে ফাইসেল আল-ঘামদি শট নেন। তার শট আল আহলির গোলরক্ষক আল শারাওয়ির গায়ে লেগে দিক বদলে গোলপোস্টে লাগলে হতাশ হতে হয় সৌদি চ্যাম্পিয়নদের।

বেনজেমার পায়েই প্রথম গোল পায় ইত্তিহাদ। কিন্তু যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে ততক্ষণে। ৫৯ ও ৬২ মিনিটে ইত্তিহাদকে আরও ২টি গোল উপহার দেয় আহলি। ৩-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের যোগ করা সময়ে বেনজেমার গোলটি আহলির জয়ে কোনো পার্থক্য গড়ে দিতে পারেনি।

খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০তম মিনিটে) ১০ জনের দলে পরিণত হয় আল আহলি। এ সুযোগে ইনজুরি সময়ে (৯০+২) গোল করে ব্যবধান কমান করিম বেনজেমা। এর আগে একটি পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি তিনি। আল আহলি গোলরক্ষক মোহাম্মদ এল সেনওয়ারি দারুণ দক্ষতায় বেনজেমার শট ফিরিয়ে দেন।

২০০৫ সালে সেমিফাইনালের পর প্রথমবার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া সৌদি চ্যাম্পিয়নরা যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোল করে বেনজেমার শটে। তার মিনিটখানেক আগে অ্যান্থনি মোদেস্তে লাল কার্ড দেখলে আল আহলি ১০ জনের দলে পরিণত হয়।

সোমবার সেমিফাইনালে আফ্রিকান ক্লাব আল আহলি মুখোমুখি হবে কোপা লিবার্তোদেরেস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লমিনেন্সের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বেনজেমার পেনাল্টি মিসে ক্লাব বিশ্বকাপ থেকে ইত্তিহাদের বিদায়

প্রকাশের সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না আগের মৌসুমে ক্লাব বিশ্বকাপজয়ী ফুটবলার করিম বেনজেমার। গত মৌসুমে ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছিলেন ফরাসি এই তারকা। কিন্তু এবার ক্লাব বদলেছে বেনজেমার। সে সঙ্গে বদলেছে ভাগ্যও।

ঘরের মাঠ জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মিসরীয় ক্লাব আল আহলির মুখোমুখি হয়েছিলো স্বাগতিক ক্লাব আল ইত্তিহাদ। এই ম্যাচে নিজে একটি গোল করলেন। একটি পেনাল্টিও মিস করলেন করিম বেনজেমা। যার ফলে আল আহলির কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না আল ইত্তিহাদের।

ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে শুক্রবার রাতে জেদ্দা কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচটিতে ২১ মিনিটের মাথায় পেনাল্টি হজম করে ইত্তিহাদ। স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি আলি মালোউল। আহলি এগিয়ে যায় ১-০ গোলে। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরার সুযোগ পায় বেনজেমার ইত্তিহাদ। কিন্তু পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্যালন ডি’অর বিজয়ী ফ্রান্স তারকা।

৪১ মিনিটে বক্সে হ্যান্ডবল করেন আল আহলির মোহামেদ আবদেলমোনেম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি পেনাল্টির রায় দেওয়া পর স্পটকিকে পোস্টের বাঁ দিকে ডান পায়ের শট নিয়েছিলেন বেনজেমা। কিন্তু সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট রুখে দেন আল আহলির গোলকিপার মোহামেদ এল শেনওয়ে।

৫৪ মিনিটে আল ইত্তিহাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর কনরাড দারুণভাবে ড্রিবলিং করে আল আহলির ডি বক্সের কাছাকাছি উঠে এসে বাঁয়ে পাস বাড়ান। তার পাস নিয়ন্ত্রণে নিয়ে ফাইসেল আল-ঘামদি শট নেন। তার শট আল আহলির গোলরক্ষক আল শারাওয়ির গায়ে লেগে দিক বদলে গোলপোস্টে লাগলে হতাশ হতে হয় সৌদি চ্যাম্পিয়নদের।

বেনজেমার পায়েই প্রথম গোল পায় ইত্তিহাদ। কিন্তু যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে ততক্ষণে। ৫৯ ও ৬২ মিনিটে ইত্তিহাদকে আরও ২টি গোল উপহার দেয় আহলি। ৩-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের যোগ করা সময়ে বেনজেমার গোলটি আহলির জয়ে কোনো পার্থক্য গড়ে দিতে পারেনি।

খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে (৯০তম মিনিটে) ১০ জনের দলে পরিণত হয় আল আহলি। এ সুযোগে ইনজুরি সময়ে (৯০+২) গোল করে ব্যবধান কমান করিম বেনজেমা। এর আগে একটি পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি তিনি। আল আহলি গোলরক্ষক মোহাম্মদ এল সেনওয়ারি দারুণ দক্ষতায় বেনজেমার শট ফিরিয়ে দেন।

২০০৫ সালে সেমিফাইনালের পর প্রথমবার ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া সৌদি চ্যাম্পিয়নরা যোগ করা সময়ে সান্ত্বনাসূচক গোল করে বেনজেমার শটে। তার মিনিটখানেক আগে অ্যান্থনি মোদেস্তে লাল কার্ড দেখলে আল আহলি ১০ জনের দলে পরিণত হয়।

সোমবার সেমিফাইনালে আফ্রিকান ক্লাব আল আহলি মুখোমুখি হবে কোপা লিবার্তোদেরেস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লমিনেন্সের।