Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেড়াতে আসা তরুণীকে ‘ধর্ষণের’ পর হত্যা, নানা-নানীকে কুপিয়ে জখম

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের পর খুনের শিকার হয়েছেন আরজু আক্তার নামে এ কলেজছাত্রী। এ সময় খুনের ঘটনা দেখে ফেলায় নানা-নানীকে কুপিয়ে জখম করেন ঘাতক নাজিম।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজু উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি গতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিলেন। ঘাতক নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৌলভী বাড়ির মৃত ছৈয়দ আহমেদের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- তরুণীর নানা ৭০ বছর বয়সী আব্দুল হাকিম ও নানী ৬০ বছরের ফরিদা বেগম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত নাজিম ফরিদা বেগমের আপন বোনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরজু আক্তার ঈদের পরে নানার বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার আরজুর নানির বাড়িতে বেড়াতে আসেন নানির আরেক আত্মীয় নাজিম। গভীর রাতে আরজু প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে নাজিম তাকে ধর্ষণ করে হত্যা করে। হত্যা করতে দেখে ফেলায় আরজুর নানা আবদুল হাকিম (৭০) ও নানি ফরিদা আক্তারকে দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় নাজিম। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান কালবেলাকে বলেন, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

বেড়াতে আসা তরুণীকে ‘ধর্ষণের’ পর হত্যা, নানা-নানীকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০২:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের পর খুনের শিকার হয়েছেন আরজু আক্তার নামে এ কলেজছাত্রী। এ সময় খুনের ঘটনা দেখে ফেলায় নানা-নানীকে কুপিয়ে জখম করেন ঘাতক নাজিম।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরজু উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি গতবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিলেন। ঘাতক নাজিম উদ্দিন সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের মৌলভী বাড়ির মৃত ছৈয়দ আহমেদের ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- তরুণীর নানা ৭০ বছর বয়সী আব্দুল হাকিম ও নানী ৬০ বছরের ফরিদা বেগম। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত নাজিম ফরিদা বেগমের আপন বোনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আরজু আক্তার ঈদের পরে নানার বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার আরজুর নানির বাড়িতে বেড়াতে আসেন নানির আরেক আত্মীয় নাজিম। গভীর রাতে আরজু প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে নাজিম তাকে ধর্ষণ করে হত্যা করে। হত্যা করতে দেখে ফেলায় আরজুর নানা আবদুল হাকিম (৭০) ও নানি ফরিদা আক্তারকে দা দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় নাজিম। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান কালবেলাকে বলেন, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।