স্পোর্টস ডেস্ক :
আগামী আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) নতুন অধিনায়কের নাম ঘোষণা হলো। রজত পতিদারকে দলনেতা হিসেবে দেখা যাবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তার নাম জানানো হয়।
এর আগে বিরাট কোহলি ২০২১ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করা হয়েছিল। তাকে ২০২২ মেগা নিলামে কেনাই হয়েছিল অধিনায়ক করা হবে বলে। তবে এবার মেগা নিলামের আগে ডু প্লেসিকে ছেড়ে দেওয়া হয়। আর এমন কোনো ক্রিকেটারকেও নেওয়া হয়নি যিনি ভবিষ্যতের অধিনায়ক হতে পারেন।
যদিও হঠাৎ করে ফের জল্পনা ওঠে কোহলির নাম নিয়ে। শোনা যায়, কোহলি আবার নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। তবে সাবেক অধিনায়ক নিজে থেকে কিছুই বলেননি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক ঘোষণার আগে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন এটাও পরিষ্কার হয়ে যায় যে, কোহলি নেতৃত্বের দৌড়ে নেই। সেটাই হয়েছে।
পতিদার অধিনায়ক হওয়ার পর কোহলি বলেন, তোমাকে অসংখ্য অভিনন্দন। যে ভাবে এই দলের হয়ে তুমি নিজের সেরাটা দিয়েছ তা মনে রাখার মতো। দলকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই আশা করি। আমি এবং বাকি সতীর্থ সব সময়ে তোমার পাশে থাকব। তোমার জন্য প্রচণ্ড খুশি। তুমি এই সম্মানের যোগ্য। নিজেই এটা আদায় করে নিয়েছ।
এবারের মেগা নিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল ব্যাঙ্গালুরু, তার একজন পতিদার। ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতে রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন। তবে আইপিএলে অধিনায়কত্ব করেননি।
রজত পতিদারের ২০২১ সালে আইপিএলে অভিষেক হয়। শুরু থেকেই আরসিবির সঙ্গে আছেন তিনি। আসন্ন মৌসুমের জন্য তাকে ১১ কোটি রুপিতে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তিনি ভারতের হয়ে ৩টি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছেন।
তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার। পতিদার ২৭ আইপিএল ম্যাচে ৭৯৯ রান করেছেন। স্ট্রাইক রেট ১৫৮.৮৫। তিনি মিডিয়াম পেস ও স্পিন বোলিং করতে পারেন। ২০২২ সালের আসরে পতিদার ৮ ম্যাচে ৩৩৩ রান করেছিলেন। একটি সেঞ্চুরিও পেয়েছিলেন তিনি।
এদিকে আরসিবির প্রথম অধিনায়ক হয়েছিলেন রাহুল দ্রাবিড়। ২০০৮ সালে দলকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। পরের বছর কেভিন পিটারসেন মাত্র ছ’টি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পর অপসারিত হন। এরপর ২০১০ পর্যন্ত অনিল কুম্বলে নেতৃত্ব দেন। তিনি ৩৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১১-১২ সালে দলকে মোট ২৮টি ম্যাচে নেতৃত্ব দেন ড্যানিয়েল ভেট্টোরি। এর পর ২০১১-২০২৩— ১২ বছর আরসিবিকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। একবার ফাইনালে তুললেও দলকে ট্রফি জেতাতে পারেননি। ১৪৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ২০২২-২৪ পর্যন্ত ৪২টি ম্যাচে ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন ডুপ্লেসি।