ফেনী জেলা প্রতিনিধি :
বেগুনের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ফেনী-নোয়াখালী মহাসড়কের ফেনীর পাঁচগাছিয়া বাজার এলাকায় যমুনা বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাঁচগাছিয়া বাজার এলাকায় যমুনা বাসে অভিযান চালিয়ে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়া পাড়ার বাসিন্দা ফারুক (২৫) ও টেকনাফের সাবরাংয়ের মনোয়ারা বেগম (৩৫)।
পুলিশের ধারণা, আটক নারীর পেটেও ইয়াবা রয়েছে। এক্স-রে করার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর পাঁচগাছিয়া বাজার এলাকায় সড়কে অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু সবজি পাওয়া যায়। সবজিগুলোর মধ্যে একটি বেগুনের মধ্যে পাওয়া যায় ১৬০০ পিস ইয়াবা।
ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারীকে হাসপাতলে নেওয়া হয়েছে। পেটে ইয়াবা আছে কি না পরীক্ষা করে দেখা হবে।