Dhaka মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বৃটেনে লকডাউন ভেঙে বিপাকে প্রিয়াংকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
  • ২২৮ জন দেখেছেন

প্রিয়াংকা

বৃটেনে লকডাউন ভেঙে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি সে দেশের লকডাউনের নিয়ম লঙ্ঘন করেছেন।
‘টেক্সট ফর ইউ’ ছবির শুটিংয়ে গিয়ে লন্ডনে আটকে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এই বিরতি কাজে লাগিয়ে সেখানকার একটি স্যালোঁ-তে রূপচর্চা করতে গিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। তাতেই ঘটে বিপত্তি।

করোনার নতুন স্ট্রেনের জেরে আপতত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য। চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এর জেরেই কাজের সূত্রে লন্ডনে আসা নিক-প্রিয়াঙ্কা সে দেশে আটকে পড়েছেন।

করোনার নয়া স্ট্রেনের দাপটে ব্রিটেন জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার কড়া লকডাউন। ব্রিটেন জুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় বাড়ির বাইরে বেরনোয় নোটিশ পাঠানো হল প্রিয়াংকা চোপড়াকে। বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে রয়েছেন তিনি।

আরও পড়ুন : ছিলেন দীলিপ কুমার: হলেন এ আর রহমান

পরবর্তী সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর শুটিংয়ের জন্যই লন্ডনে পাড়ি দেন। আচমকা সেখানে লকডাউন ঘোষণা করায় লন্ডন থেকে লস এঞ্জেলসে ফিরতে পারেননি বলিউড অভিনেত্রেী। ফলে আপাতত সেখানেই রয়েছেন।

লন্ডনে থাককালীন আচমকাই প্রিয়াংকা এবং তার মা মধু চোপড়াকে স্থানীয় একটি স্যালোঁতে দেখা যায়। পোষ্যকে সঙ্গে নিয়ে স্যালোঁতে যান পিগি।
ওই ছবি প্রকাশ্যে আসার পরপরই প্রিয়াংকা এবং স্যালোঁ কতৃপক্ষকে সাবধান করা হয় সে দেশের পুলিশের তরফে। যদিও প্রথমবার বলেই কোনও জরিমানা করা হয়নি পুলিশের তরফে।

ওই ঘটনার পরপরই টিম প্রিয়াংকা চোপড়ার তরফে মুখ খোলা হয়। অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়, প্রিয়াংকা লন্ডনে রয়েছেন পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য।

হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই প্রিয়াংকা ওই স্যালোঁয় যান। ব্যক্তিগত প্রয়োজনে নয়, শুটিংয়ের জন্যই অভিনেত্রী স্যালোঁয় যান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৃটেনে লকডাউন ভেঙে বিপাকে প্রিয়াংকা

প্রকাশের সময় : ১০:২৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১

বৃটেনে লকডাউন ভেঙে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি সে দেশের লকডাউনের নিয়ম লঙ্ঘন করেছেন।
‘টেক্সট ফর ইউ’ ছবির শুটিংয়ে গিয়ে লন্ডনে আটকে পড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর এই বিরতি কাজে লাগিয়ে সেখানকার একটি স্যালোঁ-তে রূপচর্চা করতে গিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। তাতেই ঘটে বিপত্তি।

করোনার নতুন স্ট্রেনের জেরে আপতত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য। চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এর জেরেই কাজের সূত্রে লন্ডনে আসা নিক-প্রিয়াঙ্কা সে দেশে আটকে পড়েছেন।

করোনার নয়া স্ট্রেনের দাপটে ব্রিটেন জুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার কড়া লকডাউন। ব্রিটেন জুড়ে যখন লকডাউন চলছে, সেই সময় বাড়ির বাইরে বেরনোয় নোটিশ পাঠানো হল প্রিয়াংকা চোপড়াকে। বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে রয়েছেন তিনি।

আরও পড়ুন : ছিলেন দীলিপ কুমার: হলেন এ আর রহমান

পরবর্তী সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর শুটিংয়ের জন্যই লন্ডনে পাড়ি দেন। আচমকা সেখানে লকডাউন ঘোষণা করায় লন্ডন থেকে লস এঞ্জেলসে ফিরতে পারেননি বলিউড অভিনেত্রেী। ফলে আপাতত সেখানেই রয়েছেন।

লন্ডনে থাককালীন আচমকাই প্রিয়াংকা এবং তার মা মধু চোপড়াকে স্থানীয় একটি স্যালোঁতে দেখা যায়। পোষ্যকে সঙ্গে নিয়ে স্যালোঁতে যান পিগি।
ওই ছবি প্রকাশ্যে আসার পরপরই প্রিয়াংকা এবং স্যালোঁ কতৃপক্ষকে সাবধান করা হয় সে দেশের পুলিশের তরফে। যদিও প্রথমবার বলেই কোনও জরিমানা করা হয়নি পুলিশের তরফে।

ওই ঘটনার পরপরই টিম প্রিয়াংকা চোপড়ার তরফে মুখ খোলা হয়। অভিনেত্রীর টিমের তরফে জানানো হয়, প্রিয়াংকা লন্ডনে রয়েছেন পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্য।

হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই প্রিয়াংকা ওই স্যালোঁয় যান। ব্যক্তিগত প্রয়োজনে নয়, শুটিংয়ের জন্যই অভিনেত্রী স্যালোঁয় যান।