নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অন্যতম প্রধান সড়ক বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। সড়কটির বিভিন্ন অংশে খানা-খন্দ ও ধ্বসে পড়া রাস্তার অংশ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। এতে করে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করা যানবাহন ও সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা গেছে, সোনাইমুড়ির দেউটি বাজার থেকে কলেজ রোড পর্যন্ত বিস্তৃত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কটি প্রায় ১০-১২ বছর আগে এলজিইডি পাকা করেছিল। এরপর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কার কাজ হয়নি।
সড়কের উপরের কার্পেটিং উঠে গিয়ে রাস্তাজুড়ে দেখা দিয়েছে অসংখ্য গর্ত। অনেক স্থানে রাস্তার দুই পাশ ধ্বসে পড়েছে। এতে করে হালকা ও ভারী যানবাহনকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে, জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী আবুল হাশেম বলেন, সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি আমরা অনেক বছর ধরে শুনে আসছি। কিন্তু আজও কোনো কাজ হয়নি। প্রতিদিন জীবন হাতে নিয়ে চলতে হয়।
সোনাইমুড়ি কলেজের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন ক্লাসে যেতে এই সড়ক ব্যবহার করতে হয়। বৃষ্টি হলে হাঁটাচলা অসম্ভব হয়ে পড়ে, আর শুকনো মৌসুমে ধুলায় পুরো শরীর মাখা লাগে। প্রশাসন সড়কটি সংস্কারে কোনো গুরুত্ব দিচ্ছে না বলেই মনে হয়।
সোনাইমুড়ি উপজেলা এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, সড়কটির দুরবস্থার বিষয়ে আমি অবগত নই। বিষয়টি গুরুত্ব দিয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।