Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির সেই পিচ্চি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • ১৯৩ জন দেখেছেন

শিশুশিল্পী পারজান ও বড় হয়ে হবু স্ত্রীর সাথে পারজান

জনপ্রিয় ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির কথা মনে আছে। ওই ছবিতে সেই ছোট্ট পারজান দস্তুর এখন আর ছোটটি নেই। দেখতে দেখতে তিনি এখন পুরোদস্তুর যুবক। করতে চলেছেন বিয়ে। আর বিয়ের খবর দিয়েই বলিউডে এখন আলোচিত ব্যক্তি ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার ছোট সরদার।

২২ বছর আগের কথা। বলিউডের বিখ্যাত সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তি পেয়েছিল। সেই ছবিতে শাহরুখ-কাজলের অভিনয় মনে রাখার মতো ছিল। ছবিটিতে নজর কাড়া অভিনয় করেছিলেন প্রায় সকল শিল্পীই। ওই ছবিতে ছোট্ট সরদার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ে পারজান দস্তুর।

পুরো সিনেমাতে তার মাত্র একটি ডায়লগই ছিলো। সেটি হলো ‘তুসি না যাও’। এই একটি সংলাপ দিয়েই বিখ্যাত হয়ে গিয়েছিলেন এই পারজান।

আরও পড়ুন : হবু স্বামীকে নিয়ে সোশাল মিডিয়ায় কাজল আগারওয়াল

পারজান নিজেই জানালেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ের জন্য প্রস্তুত তিনি। সোশাল মিডিয়ায় ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রেমিকা ডেলনা শ্রফকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পারজান জানান, বেশ অনেক বছর ধরে আমরা দুজন দুজনকে চিনি। বিয়ের বিষয়ে পারিবারিকভাবে আমাদের কথা হয়েছে। কথা ছিল চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার কিন্তু করোনার কারণে তা আর হয়ে উঠেনি। সবাই আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন।

প্রসঙ্গত, পারজান শুধু কুচ কুচ হোতা হ্যায় নয়, তিনি অভিনয় করেছেন কাহো না পেয়ার হ্যায়, মহব্বাতিন, জুবাইদা, কাভি খুশি কাভি গম এবং ব্রেক কে বাডের মতো ছবিতে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিয়ে করছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির সেই পিচ্চি

প্রকাশের সময় : ০৫:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

জনপ্রিয় ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির কথা মনে আছে। ওই ছবিতে সেই ছোট্ট পারজান দস্তুর এখন আর ছোটটি নেই। দেখতে দেখতে তিনি এখন পুরোদস্তুর যুবক। করতে চলেছেন বিয়ে। আর বিয়ের খবর দিয়েই বলিউডে এখন আলোচিত ব্যক্তি ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার ছোট সরদার।

২২ বছর আগের কথা। বলিউডের বিখ্যাত সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তি পেয়েছিল। সেই ছবিতে শাহরুখ-কাজলের অভিনয় মনে রাখার মতো ছিল। ছবিটিতে নজর কাড়া অভিনয় করেছিলেন প্রায় সকল শিল্পীই। ওই ছবিতে ছোট্ট সরদার চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ে পারজান দস্তুর।

পুরো সিনেমাতে তার মাত্র একটি ডায়লগই ছিলো। সেটি হলো ‘তুসি না যাও’। এই একটি সংলাপ দিয়েই বিখ্যাত হয়ে গিয়েছিলেন এই পারজান।

আরও পড়ুন : হবু স্বামীকে নিয়ে সোশাল মিডিয়ায় কাজল আগারওয়াল

পারজান নিজেই জানালেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিয়ের জন্য প্রস্তুত তিনি। সোশাল মিডিয়ায় ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রেমিকা ডেলনা শ্রফকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের বছর ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পারজান জানান, বেশ অনেক বছর ধরে আমরা দুজন দুজনকে চিনি। বিয়ের বিষয়ে পারিবারিকভাবে আমাদের কথা হয়েছে। কথা ছিল চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসার কিন্তু করোনার কারণে তা আর হয়ে উঠেনি। সবাই আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন।

প্রসঙ্গত, পারজান শুধু কুচ কুচ হোতা হ্যায় নয়, তিনি অভিনয় করেছেন কাহো না পেয়ার হ্যায়, মহব্বাতিন, জুবাইদা, কাভি খুশি কাভি গম এবং ব্রেক কে বাডের মতো ছবিতে।