বিয়ের মাত্র দুই মাস ১০ দিনের মাথায় সন্তান প্রসব করেছেন নববধূ। বিষয়টি অনুধাবন করে স্ত্রীকে সাথে সাথে তালাক দিয়েছেন স্বামী। সন্তান প্রসবের পর ওই প্রসূতি হাসপাতালেই ভর্তি ছিলেন। পরে তার প্রেমিককে ডেকে এনে হাসপাতালেই দুজনের বিয়ে দেয়া হয়েছে।
৩ জানুয়ারি রবিবার দুপুরে তালাকের পর রাত ১১টায় প্রেমিককে হাসপাতালে নিয়ে গিয়ে এ বিয়ে পড়ানো হয়।
জানা যায়, দুই মাস ১০ দিন আগে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের এক যুবকের সঙ্গে পারিবারিকভাবে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নবম শ্রেণির ছাত্রী এক কিশোরীর বিয়ে হয়। ২ জানুয়ারি শনিবার রাতে শ্বশুরবাড়িতেই গৃহবধূ একটি পুত্রসন্তান প্রসব করে।
আরও পড়ুন : বাউফলে ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি পালন
প্রসবের পর নবজাতকটি অসুস্থ হলে রবিবার সকালে মাসহ বাচ্চাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর বিষয়টি জানাজানি হয়। বিষয়টি নিয়ে রবিবার সকালেই দুই পরিবারের সদস্যরা হাসপাতাল চত্বরে একত্রিত হয়।
পরে উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন হয়। তালাকের পর রাত ১১টার দিকে কয়রাডাঙ্গা গ্রামের একাদশ শ্রেণি পড়ুয়া প্রেমিকের সঙ্গে পুনরায় বিয়ে দেওয়া হয়।
আলমডাঙ্গা উপজেলার গাংনী ফাঁড়ি পুলিশের আইসি এসআই কামরুল ইসলাম জানান, প্রেমিককে হাসপাতালে নিয়ে গিয়ে আমার উপস্থিতিতে এ বিয়ে দেওয়া হয়।
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 





















