Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 বিয়ের ১৮ দিন পর নববধূ উধাও

  • বরগুনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ১৯২ জন দেখেছেন

প্রতিকী ছবি

টয়লেটে যাওয়ার মিথ্যা উসিলা দিয়ে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে ইতি রানি (১৮) নামে এক গৃহবধূ উধাও হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান ইতি রানি। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়।

বিয়ের পরও ইতি রানী আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রেমিক মেসেজ করেন, ‘আমি আসতেছি।’ এরপর রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যান। অনেক সময় হলেও ঘরে ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু হয়।

আরও পড়ুন : ‘বিয়ে নয় কিছুদিন সাকিবের সঙ্গে একত্রে ছিলাম মাত্র’

একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছেন নতুন বউ। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান তিনি।

এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেন। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

 বিয়ের ১৮ দিন পর নববধূ উধাও

প্রকাশের সময় : ০৭:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

টয়লেটে যাওয়ার মিথ্যা উসিলা দিয়ে বিয়ের ১৮ দিন পর প্রেমিকের হাত ধরে ইতি রানি (১৮) নামে এক গৃহবধূ উধাও হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান ইতি রানি। ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে বরগুনার তালতলী উপজেলার মালিপাড়া এলাকার ঝন্টু কর্মকারের ছেলে সুজন কর্মকারের বিয়ে হয়।

বিয়ের পরও ইতি রানী আগের প্রেমিকের সঙ্গে লুকিয়ে মোবাইলে কথা বলতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রেমিক মেসেজ করেন, ‘আমি আসতেছি।’ এরপর রাতে টয়লেটের কথা বলে ইতি রানী বাইরে বের হয়ে যান। অনেক সময় হলেও ঘরে ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু হয়।

আরও পড়ুন : ‘বিয়ে নয় কিছুদিন সাকিবের সঙ্গে একত্রে ছিলাম মাত্র’

একপর্যায়ে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজের সূত্র ধরে জানা যায়, প্রেমিকের হাত ধরে পালিয়েছেন নতুন বউ। পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যান তিনি।

এ ঘটনায় ছেলের মা ঝর্ণা রানী কর্মকার বাদী হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেন। তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।